Mursi-Viral Video: মেয়েদের ঠোঁট কেটে পুঁতে দেওয়া হয় কাঠের চাকতি! কেন জানেন? ভিডিও দেখলে শিউরে উঠবেন

Last Updated:

Mursi-Viral Video: অবাক করা নিয়ম এই উপজাতিদের! দেখলে চমকে যেতে হয়!

আফ্রিকা:  ঠোঁটে শক্ত কাঠের চাকনি ঢোকানো এই মহিলাদের অনেকেই দেখে থাকবেন বিভিন্ন ছবিতে। কিন্তু জানেন কী এই উপজাতির মহিলাদের ঠোঁট কেটে এই চাকতি কেন ঢোকানো হয়? জানলে অবাক হতে হয়! কারা এই উপজাতি? এদের নাম মুরসি উপজাতি! পূর্ব আফ্রিকার ইথিওপিয়ায় বাস মুরসি উপজাতির। মূলত দক্ষিণ ইথিওপিয়া এবং সুদানের সীমান্তে অবস্থিত ওমান উপত্যকাই হয়ে উঠেছে এঁদের বাসস্থান। মুরসি সমাজ গোটা বিশ্বের আলোচনায় থাকে মূলত তাঁদের আজব কিছু প্রথার জন্য। বহু পর্যটক এই জায়গায় ভিড় জমান শুধু মাত্র এদের দেখার জন্যই! কিন্তু এমন চাকতি ঢোকানোর কারণ জানলে সত্যিই চমকে যেতে হয়!
প্রথমত এটি ভীষণ কষ্টকর একটি পদ্ধতি! ঠোঁট কেটে ঢোকানো হয় এই চাকতি! আর এই কাজ কোনও চিকিৎসক করেন না! করেন ওই উপজাতিদের মহিলারাই। বিশেষ করে যখন মুরসি মেয়েদের বিয়ের বয়স হয় সে সময় এটা করা হয়। বিয়ের ছয় মাস বা এক বছর আগে এই ঠোঁট কাটা হয়! মেয়ের মা বা মুরসি কোনও মহিলা ধারালো কিছু দিয়ে কেটে দেয় মেয়ের ঠোঁট। এর পর সেখানে বসিয়ে দেওয়া হয় কাঠের চাকতি।
advertisement
আরও পড়ুন: 
advertisement
কত বড় চাকতি পরানো হবে সেটা নির্ভর করে মেয়েটির মতের উপর। সময়ের সঙ্গে সঙ্গে এই ঠোঁট ঝুলে নিচের দিকে পড়ে যায়! এই কষ্টকর কাজটি তাঁরা করেন মঙ্গলকামনায়। এবং মেয়েটিকে কু-নজর থেকে বাঁচাতে। এমনটাই বিশ্বাস! সম্প্রতি একটি ভিডিও সামনে আসে যেখানে চাকতি সরিয়ে মেয়েটি তাঁর ঠোঁট দেখাচ্ছে। যা সত্যিই ভয়ঙ্কর আকার নেয়।
advertisement
advertisement
advertisement
বিয়ের পর মেয়েরা এই চাকতি পরে তবে তাঁর স্বামীকে খাবার পরিবেশন করেন। এতে স্বামীর প্রতি তাঁর আনুগত্য ও ভালবাসা বোঝা যায়! তবে এই চাকতিকে শুধু এই সব কারণ ছাড়াও মনে করা হয় এটা মুরসি মেয়েদের সৌন্দর্যের প্রতীক। মেয়েরা নিজেরাও এই চাকতি বসাতে উৎসাহিত থাকে। তবে স্বামী মারা যাওয়ার পর মেয়েরা এই চাকতি খুলে ফেলে। আর কখনও এই চাকতি সে পরতে পারবে না! আর এই অবাক করা কাণ্ড দেখতেই বহু পর্যতক যান ইথিওপিয়ার মুরসি উপজাতিদের দেখতে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Mursi-Viral Video: মেয়েদের ঠোঁট কেটে পুঁতে দেওয়া হয় কাঠের চাকতি! কেন জানেন? ভিডিও দেখলে শিউরে উঠবেন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement