হোম /খবর /পাঁচমিশালি /
বাচ্চাদের নো ডান্স চ্যালেঞ্জ মায়ের , একরত্তির দুষ্টু বুদ্ধি মন চুরি করে সবার

বাচ্চাদের নো ডান্স চ্যালেঞ্জ মায়ের , একরত্তির দুষ্টু বুদ্ধি মন চুরি করে সবার

সম্প্রতি একটি ভাইরাল হওয়া পোস্টে দেখা গেছে একজন মা তার ৫টি বাচ্চাকে নো ডান্স চ্যালেঞ্জ দিয়েছেন যাতে তারা কিছুক্ষনের জন্য হলেও শান্ত থাকে। কিন্তু সবচেয়ে ছোটটির মাথার দুস্টু বুদ্ধি ধীরে ধীরে বাকি চারজনকেও তার দলে টেনে নিল। mom's no dance challenge to her kids and their cute reaction

আরও পড়ুন...
  • Share this:

আজকাল সোশ্যাল মিডিয়াতে মজাদার ভিডিওর অভাব নেই। আর যদি সেগুলো বাচ্চাদের দুষ্টুমির হয় তাহলে তো আর কথায় নেয়। শিশুরা আমাদের কাছে চিরকালই আরাধ্য এবং খুবই আদরের। শিশুদের বিভিন্ন মিষ্টি , সুন্দর ভিডিও আমাদের ক্লান্তি দূর করে নিমেষে হাসিয়ে দেয়।

এমনি একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে একজন মা তার ৫টি শিশুকে পেপি গানে না নেচে চুপ থাকতে বলেছে। এটা শিশুদের কাছে তাদের মায়ের একটা বড় চ্যালেঞ্জ। যে শিশুরা মিউজিক শুরু হওয়ার সঙ্গে সঙ্গে হাত পা দুলিয়ে নন স্টপ নাচতে থাকে , মায়ের এই নো ডান্স চ্যালেঞ্জ কি তাদের ওপর প্রভাব ফেলবে ?

বাচ্চাদের মা কাওরি হ্যানসেন রাইট ইনস্টাগ্রামে এই বিনোদনমূলক ভিডিওটি শেয়ার করেছেন। পোস্টের ক্যাপশনে কাওরি হ্যানসেন রাইট লিখেছেন, "কখনও কখনও রাতের খাবারের পরে, আমাদের বাড়িতে তত্ক্ষণাৎ নাচের পার্টি শুরু হয়। আজ রাতে, আমি বাচ্চাদের নো ডান্স চ্যালেঞ্জ দিয়েছিলাম। ছোট্ট টমি হাইরো এই পার্টির কিং ।"

ভিডিওটিতে দেখা যাচ্ছে বাচ্চারা মায়ের কথা রাখতে এবং মায়ের দেওয়া চ্যালেঞ্জ বজায় রাখতে নাচ না করার জন্য কঠোর চেষ্টা করছে। ভিডিওটিতে প্রথমের দিকে ৫ জন বাচ্চাকে সারিবদ্ধভাবে একটি লাইনে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কিন্তু বাকগ্রাউন্ডে যেই মিউজিক শুরু হল , তখন সর্বকনিষ্ঠ শিশুটি কোন কিছুর পরোয়া না করেই গানের প্রতিটি বিটের সঙ্গে তাল মিলিয়ে মনের সুখে নাচতে লাগল। তার দেখাদেখি অন্যদিকে দাঁড়িয়ে থাকা দুইটি মেয়ে নিজেদের পা কে আর আটকে রাখতে না পেরে ছোটটির দোলে যোগ দিল। তখন বাকি দুজন তাদের তাকিয়ে দেখছিল। মনে এই প্রতিজ্ঞা ভাঙার ইচ্ছে তখন তুঙ্গে। তাই বেশি দেরি না করে তাদের মধ্যে একজন নাচের পোজ দিতে শুরু করে এবং শেষের জনকেও তাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ইশারা করে। ভিডিওটির শেষে সবার নাচ দেখলে আপনারাও নিজেদের হাসি আটকে রাখতে পারবেন না। ভিন্ন বাচ্চার ভিন্ন অভিব্যক্তি এবং ভঙ্গিমা আপনাকেও একজায়গায় বসে থাকতে দেবে না।

ভিডিওটি শেয়ার হওয়ার পর ৮৭ হাজার লাইকস এবং লক্ষ লক্ষ ভিউ সংগ্রহ করেছে।

Published by:Brototi Nandy
First published:

Tags: Challenge, Children, Dance, Music, Viral Video