Model selling her urine: অনলাইনে নিজের প্রস্রাব বিক্রি করে আয় করছেন এই মহিলা, এক কাপের দাম ৫২০০ টাকা

Last Updated:

বর্জ্য অনলাইনে বিক্রি করছেন অর্থাৎ প্রস্রাব করে তা থেকে বেশ মোটা মাইনের অর্থ উপার্জন করছেন (Model selling her urine)।

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#নয়াদিল্লি: আজকাল অনেকেই অর্থ উপার্জনের জন্য এমন কিছু উপায় খুঁজে বের করছেন, যাতে তাঁদের যথাসম্ভব কম কাজ করতে হয় এবং তার বদলে বেশ ভালো অর্থ উপার্জন করা যায়। কেউ কেউ যেমন অনলাইন ট্রেডিং করেন আবার কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় ভিডিও তৈরি করে পোস্ট করেন- এই সব কাজে অনেক কম পরিশ্রমে বেশ ভালো রকম অর্থ আয় করা যায়।
তবে এখনও পর্যন্ত কাউকে প্রস্রাব বিক্রি করে টাকা আয় করতে দেখা গিয়েছে কি? হ্যাঁ! সম্প্রতি এমনই অদ্ভুত কাজ করছেন এক মডেল, যা ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়, উঠে এসেছে বিভিন্ন পোস্ট বা ভিডিওর শিরোনামে (Model selling her urine)।
advertisement
advertisement
ক্যাকটাস কুটি (Kactus Kutie) নামের এক মডেল তাঁর শরীরের বর্জ্য অনলাইনে বিক্রি করছেন অর্থাৎ প্রস্রাব করে তা থেকে বেশ মোটা মাইনের অর্থ উপার্জন করছেন। জেনে অবাক হতে হয় যে তাঁর একটি মেডিক্যাল কাপ অর্থাৎ ৩ আউন্স প্রস্রাব হাজার হাজার টাকায় বিক্রি হয়। আমাদের অনেকে কাছেই এই ঘটনা বিরক্তিকর মনে হতে পারে, তবে এই বর্জ্য কেনার লোকের কিন্তু অভাব নেই।
advertisement
২০১৬ সাল থেকে শুরু হয়েছে এই ব্যবসা
'ডেইলি স্টার'-এর প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাকটাস কুটি ওনলি ফ্যান নামে একটি সাইটের একজন মডেল৷ ২০১৬ সাল থেকে এই অদ্ভুত ব্যবসা শুরু করেন তিনি। নিজের ভক্তদের জন্য শুধুমাত্র প্রস্রাব বিক্রিই নয়, ১০ মিনিটের জন্য প্রস্রাব করার একটি ভিডিও তৈরি করেছেন।
advertisement
ক্যাকটাস নিজে, যিনি একজন পেশাদার ফটোগ্রাফার হিসাবে কাজ করেন, বলেছেন যে তাঁর ভিডিওগুলি সবার পছন্দ হয়েছে এবং তিনি এটির জন্য বিশেষ অনুশীলন করেছেন। তাঁর ভক্তরা হয় তো ভাবছেন কী ভাবে একজন ১০ মিনিট ধরে প্রস্রাব করতে পারেন? তবে রোজ নয়, কুটি এই কাজ প্রতি মাসে ১-২ বার করে দেখান, কারণ এই অভ্যেস তাঁর স্বাস্থ্যের ক্ষতি করতে পারে।
advertisement
এক কাপ প্রস্রাবের দাম ৫২০০ টাকা!
সম্প্রতি ভক্তরা ক্যাকটাস কুটির প্রস্রাব ধরে রাখার ক্ষমতা দেখে এতটাই মুগ্ধ যে তারা তাঁর প্রস্রাব কিনে নিতেও প্রস্তুত। প্রস্রাব পূর্ণ একটি ৩-আউন্স বা এক মেডিক্যাল কাপের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৫,২০০ টাকা। যাঁরা বেশি প্রস্রাব কেনেন সেই সব গ্রাহকদের এতে ছাড়ও দেওয়া হয়। মূলত কাস্টমাইজড করে এটি বিক্রি করা হয়। ওই মডেলের দাবি যে, গ্রাহকরা এই বর্জ্যকে বরফের আকারে জমিয়ে রাখেন!
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Model selling her urine: অনলাইনে নিজের প্রস্রাব বিক্রি করে আয় করছেন এই মহিলা, এক কাপের দাম ৫২০০ টাকা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement