হাওড়ায় 'মিনি ডুয়ার্স'! শীত শীত ভাব বাতাসে, একদিনের জন্য ঘোরার দারুণ জায়গা

Last Updated:

Jhaluaber station: হাওড়ায় মিনি ডুয়ার্স। এবার ডুয়ার্সে যেতে না পারার আক্ষেপ মিটে যাবে।

হাওড়া: অক্টোবরের শেষেই বাতাসে শীত শীত ভাব। তবে এই আমেজ কতদিন থাকবে তা এখনই বলা মুশকিল। তবে আপাতত তো আবহাওয়া উপভোগ করার মতোই!
এই সময়টাতে অনেকেই বন্ধু বা পরিবারের লোকজনকে নিয়ে একদিনের জন্য ঘুরতে যেতে চান। দিঘা, মন্দারমনি, জয়পুর জঙ্গল তো অনেক হল। আমরা আজ আপনাদের একটু আলাদা রকমের একটি জায়গার সন্ধান দেব।
এবার ট্রেনে টিকিটের হাল খুব খারাপ। অনেকেই টিকিট কেটেছেন। কিন্তু ওয়েটিং লিস্টের লম্বা লাইন দেখে মাথায় হাত। নভেম্বর, ডিসেম্বরে অনেকেই দার্জিলিং, ডুয়ার্সে যাওয়ার প্ল্যান করেন। তবে এবারের প্ল্যানে ভাঁটা পড়ছে ট্রেন টিকিটের ওয়েটিং লিস্টে।
advertisement
advertisement
ডুয়ার্স না যেতে পারলেও কিছুটা আক্ষেপ মিটতে পারে। মিনি ডুয়ার্সে একদিনের জন্য ঘুরে আসতেই পারেন। এই মিনি ডুয়ার্স হাওড়ায়। কলকাতা থেকে ১০০ কিমির মধ্যেই। নিজের গাড়ি বা বাইকে গেলে তো কথাই নেই। সকাল সকাল বেরিয়ে পড়লেই হল।
ঝালুয়াবেড় জায়গাটা এখনও বাংলার পর্যটন মানচিত্রে সেভাবে জনপ্রিয় হয়নি। ফলে এখনও সেই জায়গায় পর্যটকদের ভিড় সেভাবে দেখা যায় না। শীতের এই সময় ঝালুয়াবেড় হয়ে ওঠে মোহময়ী। জঙ্গল, নীরবতা, পাখিদের ডাক, চারপাশে সবুজের আভা- আপনার মন ভাল করে দিতে বাধ্য।
advertisement
আরও পড়ুন- ৯৯% মানুষই প্রশ্ন শুনে হোঁচট খাচ্ছেন! বলুন তো রুটিকে ইংরেজিতে কী বলে?
হাওড়া স্টেশন থেকে আমতা লোকাল ধরে নামতে হবে ঝালুয়াবেড় স্টেশনে। স্টেশন থেকে এগোলেই দুপাশে গাছের সারি, সবুজের আভা আপনার মন ভাল করে দেবে। কিছুটা এগোলেই পাবেন রামকৃষ্ণ বাটি, শীব মন্দির। প্রকৃতিপ্রেমীদের কাছে এই জায়গা স্বর্গের মতো।
advertisement
আরও পড়ুন- ‘তেতো’ নিম আর ‘মিষ্টি’ নিমের মধ্যে পার্থক্য কী? কোনটায় কী উপকার? জেনে নিন সত্যি
একটু সকাল সকাল গেলে বিভিন্ন রকমের পাখিদের দেখা পাবেন। সারাটা দিন প্রকৃতির কোলে ঘোরাঘুরি করে বিকেল গড়ালে ফিরে এলেই হল!
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
হাওড়ায় 'মিনি ডুয়ার্স'! শীত শীত ভাব বাতাসে, একদিনের জন্য ঘোরার দারুণ জায়গা
Next Article
advertisement
ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন? চট করে অনেকের মাথাতেই আসবে না...
ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন? চট করে অনেকের মাথাতেই আসবে না...
  • ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন?

  • চট করে অনেকের মাথাতেই আসবে না.

  • দেখে নিন সঠিক উত্তরটা

VIEW MORE
advertisement
advertisement