#কলকাতা : মাঘ মাসের বিভিন্ন জপ-তপ,স্নান -দানধ্যান করা হয় ৷ হিন্দুদের জন্য ভীষণ বিশেষ এই মাস ৷ নদিতে স্নান করে এই সময়ে মানুষ নিজেদের পাপ ধুয়ে পবিত্র হয়ে যায় ৷ মাঘ মাসের অমাবস্যাকে মৌনী অমাবস্যা বলে ৷ ২০২০ সালের মৌনী অমাবস্যা পড়েছে ২৪ জানুয়ারি দুপুর ২ টা ১৭ থেকে চলবে ২৫ জানুয়ারি ৩ টা ১১ অবধি ৷ এবারের মৌনী অমাবস্যা আরও বিশেষ কারণ ৩০ বছর বাদে শনি মকর রাশিতে প্রবেশ করছে ৷
মৌনী অমাবস্যার গুরুত্ব
শাস্ত্র মতে এই দিন সমস্ত নদী সহ গঙ্গার জল বিশেষ পবিত্র হয়ে ওঠে ৷ এদিন তা যেন অমৃতসম হয়ে ওঠে ৷ অশ্বমেধ যজ্ঞ করলে যে পরিমাণ পুণ্য হত এদিন নদীতে স্নান করলে সেই পুণ্য অর্জন হয় ৷ পাশাপাশি এই দিন যে যার সাধ্য অনুযায়ি দান করেন ৷ এইদিন ধ্যান জপের মধ্যে দিয়ে কাটানো উচিত ৷ সঙ্গমে স্নান করলে পুণ্য আরও বাড়ে ৷ যদি নদীতে বা তীর্থ স্থানে গিয়ে স্নান করা না সম্ভব হয় তাহলে বাড়িতে স্নান করে ধর্মাচরণের মধ্যে দিয়ে দিন অতিবাহিত করা উচিত ৷
এই দিন স্নান করার সময় মৌনব্রত ধারণ করে জপমন্ত্র পাঠ করে পূজাঅর্চনার সময় অবধি তা বজায় রাখা উচিত ৷ এতে চিত্তশুদ্ধি হয় পাশাপাশি আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের পথ সুচারু হয় ৷ মৌন ও সংযম পালন করা হয় এই অমাবস্যার বিশেষ তিথিতে ৷
কী দান করা উচিত
এই দিনে তিল, তেল,কম্বল, কাপড় আর ধনের দান করলে প্রচুর পুণ্য হয় ৷ যাঁদের রাশিতে শনির প্রভাব বেশি তারা এই দিনে দানধ্যান করলে লাভবান হন ৷
আরও পড়ুন - Railway Jobs: ক্লাস টেন পাস করেছেন ৫০ % নম্বর নিয়ে, আপনাদের জন্য চাকরির সুযোগ
মৌনী অমাবস্যা এবং শনি রাশির পরিবর্তন
মৌনী অমাবস্যার দিন শনি আড়াই বছর বাদে রাশি পরিবর্তন করে ৷ শনি ধনু থেকে মকরে প্রবেশ করবে ৷ এর ফলে মকর, ধুন,কুম্ভ, রাশির ওপর শনির সাড়ে সাতি দশা শুরু হবে ৷ অন্যদিকে বৃশ্চিক রাশি থেকে সাড়ে সাতি মুক্তি ঘটবে ৷
আরও দেখুন
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mouni Amavasy, Mouni Amavasya, Religious