আজ কি ফুটল মুখে হাসি ! একবার ঘুরে নিন বাজারে
Last Updated:
মধ্যবিত্তের দিন ভাল যায় তখনই যখন দিনের শুরুটা বাজারের ব্যাগ হাতে ভাল কাটে
#কলকাতা: সকালের শুরুটা যদি ভাল হয় তবেই দিনের সব কিছু ঠিকঠাক যায় ৷ মধ্যবিত্তের দিন ভাল যায় তখনই যখন দিনের শুরুটা বাজারের ব্যাগ হাতে ভাল কাটে দিন অর্থাৎ বাজারদর থাকে নাগালে ৷
এক নজরে দেখে নেওয়া যাক আজকের কাঁচা সবজি, মাছ মাংস ও ডিমের দাম
আলু (জ্যোতি) প্রতি কেজি ২১ টাকা, আলু (চন্দ্রমুখী), প্রতি কেজি ২৪ টাকা, বেগুন ৫০ টাকা কিলো, ছোট বেগুন ৩০-৩৫ টাকা কিলো, কুমড়ো ৪০ টাকা কেজি, পটল ৫০ টাকা কেজি, ঝিঙে ৪০ টাকা কেজি, ঢেঁরস ৪৫ টাকা কেজি, করলা ৪০ টাকা, আদা ১০০ টাকা কেজি, রসুন ৯০ টাকা কেজি, কাঁচালঙ্কা ১০০ টাকা কেজি ৷ ওল ৫০ টাকা কেজি, বাঁধাকপি ৪৫ টাকা কেজি, মোচা ২৫ টাকা একটি, কাঁচকলা ৫ টাকায় একটি ৷
advertisement
advertisement
মাছের মধ্য কাটাপোনা ২৫০ টাকা কেজি, ইলিশ, ২০০, ৩৫০, ৫০০ টাকা কিলো, গলদা দিংড়ি ৫০০ টাকা কিলো, ভেটকি ৫৫০ টাকা কিলো, চারাপোনা বা বাটা ২০০ টাকা কেজি, পুঁটি (মাঝারি) ১৭০-১৮০ টাকা কেজি, মৌরলা মাঝারি ২০০ টাকা কেজি, কাতলা ২৫০ টাকা কেজি, ট্যাংরা ২০০ টাকা, সামুদ্রিক কাঁকড়া ১৫০, ২০০, ২৫০ টাকা কেজি ৷
advertisement
এছাড়াও পাঁঠার মাংস ৫৫০ টাকা কিলো, মুরগির মাংস ১৭০ টাকা কিলো, গোটা ১৩০ টাকা কিলো, ডিম ৫০ টাকা ডজন ৷
Location :
First Published :
September 07, 2018 8:39 AM IST