মেট্রোর সিটের মধ্যেই বালিশ পেতে, চাদর মুড়িয়ে ঘুমিয়ে পড়লেন যুবক! হাঁ হয়ে দেখল যাত্রীরা

Last Updated:

ক্যাপশনে লেখা, 'সিঙ্গল বয়েজ ইন উইন্টার৷'

#দিল্লি: দিল্লি মেট্রো৷  গোটা রাজধানীর লাইফলাইন, যোগাযোগের সহজতম মাধ্যম৷ বহু লোকের যাতায়াতের মাধ্যম এই যোগাযোগ ব্যবস্থায় কখনও চোখে পড়ে রোমাঞ্চকর ঘটনা, কখনও সামনে আসে বিরলতম দৃশ্য৷ এবারেও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে দিল্লি মেট্রোর এমনই এক দৃশ্য, যা কিছুটা অদ্ভুতও বটে৷ কেন? কী আছে সেখানে?
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে সেই ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি নিজের সিটের দিকে এগিয়ে আসছেন৷ হাতে বালিশ, বিছানার চাদর৷  তারপর মুহূর্তের মধ্যেই বিছানার চাদর দিয়ে নিজেকে ঢেকে সিটের মধ্যে আরাম করে ঘুমিয়েও পড়লেন তিনি। যাত্রীদের কেউ হতবাক এবং কেউ আবার সম্পূর্ণ উদাসীন। ক্যাপশনে লেখা, 'সিঙ্গল বয়েজ ইন উইন্টার৷'
সম্প্রতি দিল্লি মেট্রোর আরও একটি ভিডিও ভাইরাল হয়৷ যেখানে দেখা যাচ্ছে, মেট্রোর ভিতরে দুটি ছেলেমেয়ের মধ্যে তুমুল ঝগড়া হয়। হঠাৎ করে তরুণী এলোপাথাড়ি চড় মারতে থাকতেন তাঁর পুরুষ বন্ধুকে। তরুণীর দাবি, দাবি তিনি হাজার টাকায় একটি টি-শার্ট কিনেছেন৷ কিন্তু ছেলেটির বক্তব্য এর দাম ১৫০ টাকার বেশি হতে পারে না। শেষে ছেলেটিও মেয়েটিকে চড় মারে৷ দিল্লি মেট্রোর এহেন কাণ্ডে রীতিমতো হতবাক আমজনতা৷
advertisement
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
মেট্রোর সিটের মধ্যেই বালিশ পেতে, চাদর মুড়িয়ে ঘুমিয়ে পড়লেন যুবক! হাঁ হয়ে দেখল যাত্রীরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement