মেট্রোর সিটের মধ্যেই বালিশ পেতে, চাদর মুড়িয়ে ঘুমিয়ে পড়লেন যুবক! হাঁ হয়ে দেখল যাত্রীরা
- Published by:Rachana Majumder
Last Updated:
ক্যাপশনে লেখা, 'সিঙ্গল বয়েজ ইন উইন্টার৷'
#দিল্লি: দিল্লি মেট্রো৷ গোটা রাজধানীর লাইফলাইন, যোগাযোগের সহজতম মাধ্যম৷ বহু লোকের যাতায়াতের মাধ্যম এই যোগাযোগ ব্যবস্থায় কখনও চোখে পড়ে রোমাঞ্চকর ঘটনা, কখনও সামনে আসে বিরলতম দৃশ্য৷ এবারেও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে দিল্লি মেট্রোর এমনই এক দৃশ্য, যা কিছুটা অদ্ভুতও বটে৷ কেন? কী আছে সেখানে?
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে সেই ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি নিজের সিটের দিকে এগিয়ে আসছেন৷ হাতে বালিশ, বিছানার চাদর৷ তারপর মুহূর্তের মধ্যেই বিছানার চাদর দিয়ে নিজেকে ঢেকে সিটের মধ্যে আরাম করে ঘুমিয়েও পড়লেন তিনি। যাত্রীদের কেউ হতবাক এবং কেউ আবার সম্পূর্ণ উদাসীন। ক্যাপশনে লেখা, 'সিঙ্গল বয়েজ ইন উইন্টার৷'
সম্প্রতি দিল্লি মেট্রোর আরও একটি ভিডিও ভাইরাল হয়৷ যেখানে দেখা যাচ্ছে, মেট্রোর ভিতরে দুটি ছেলেমেয়ের মধ্যে তুমুল ঝগড়া হয়। হঠাৎ করে তরুণী এলোপাথাড়ি চড় মারতে থাকতেন তাঁর পুরুষ বন্ধুকে। তরুণীর দাবি, দাবি তিনি হাজার টাকায় একটি টি-শার্ট কিনেছেন৷ কিন্তু ছেলেটির বক্তব্য এর দাম ১৫০ টাকার বেশি হতে পারে না। শেষে ছেলেটিও মেয়েটিকে চড় মারে৷ দিল্লি মেট্রোর এহেন কাণ্ডে রীতিমতো হতবাক আমজনতা৷
advertisement
Location :
First Published :
December 12, 2022 9:53 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
মেট্রোর সিটের মধ্যেই বালিশ পেতে, চাদর মুড়িয়ে ঘুমিয়ে পড়লেন যুবক! হাঁ হয়ে দেখল যাত্রীরা