Maha kumbh 2025: মহাকুম্ভের মেলায় হ্যারি পটার! শাল পাতার থালা হাতে খাচ্ছেন প্রসাদও, দেখুন ভিডিও
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Maha kumbh 2025: প্রয়াগরাজে মহাকুম্ভের মেলায় এবার দেখা মিলল হ্যারি পটারকে৷ অবিকল ড্যানিয়েল র্যাডক্লিফের মতো দেখতে এক বিদেশিকে দেখা গেল শাল পাতার থালা হাতে প্রসাদ খাচ্ছেন...
প্রয়াগরাজ: কুম্ভ মেলায় ফের এক চমক। এবার সেখানে দেখা মিলল হ্যারি পটারের! গল্প নয় সত্যি। রুপালি পর্দার বিখ্যাত চরিত্র দেখা গিয়েছে একটি শাল পাতা হাতে কিছু একটা খাচ্ছেন।
কুম্ভ মেলায় বিচিত্র চরিত্রের মানুষের দর্শন মেলে। নিমেষে তারা ভাইরালও হয়েছেন। কিন্তু তাই বলে হ্যারি পটার! বিষয়টা মিথ্যা নয়, এক্কেবারে সত্যি। ইতিমধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে একজন বিদেশি কিছু একটা খাচ্ছেন। তাকে দেখতেও কাল্পনিক চরিত্র হ্যারি পটার-এর মতো।
advertisement
advertisement
বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিদেশি পর্যটকরা উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহা কুম্ভ মেলায় এসেছেন। তারা ভারতীয় সংস্কৃতির সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টাও করছেন। অনেক বিদেশিকে দেখা গিয়েছে সাধুদের মতো জামাকাপড় পড়ে ঘুরে বেড়াতে। অনেকে আবার হাত চেটে খাচ্ছেন প্রসাদও। এমনই এক ভিডিওতে একজন মানুষকে দেখা গিয়েছে তিনি প্রসাদ খাচ্ছেন। কিন্তু তার মুখ দেখলে আপনিও চমকে উঠবেন। কাল্পনিক চরিত্র হ্যারি পটার-এর মতো অবিকল দেখতে তাঁকে।
advertisement
বিষয়টা ভাইরাল হতেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে চারপাশে। অনেকে তো এমনও প্রশ্ন জিজ্ঞেস করছেন যে, কুম্ভে কি তাহলে ড্যানিয়েল র্যাডক্লিফও যোগ দিয়েছেন। সকলের অজ্ঞাতে থেকে তিনিও হয়তো পরিবেশ পরিস্থিতি উপভোগ করছেন জমিয়ে।
“এটা ড্যানিয়েল র্যাডক্লিফ তো না?” একজন ব্যবহারকারী জিজ্ঞাসা করেছেন। “আমার তো একে হ্যারি পটারের ড্যানিয়েল র্যাডক্লিফ মনে হচ্ছে। এটা কি সত্যিই!” আর একজন ব্যবহারকারী লিখেছেন। চতুর্থ একজন মন্তব্য করেছেন, “হ্যারি পটার প্রসাদ উপভোগ করছেন।” আর একজন লিখেছেন, “এটাই সনাতন ধর্মের সৌন্দর্য।” একজন মজা করে লিখেছেন, “হ্যারি পটার ঝাড়ু দিয়ে উড়ে এসেছে।”
advertisement
১১-২০ জানুয়ারি পর্যন্ত, প্রায় ৮.৭৯ কোটি তীর্থযাত্রী সঙ্গমে পবিত্র স্নান করেছেন। মহা কুম্ভ মেলা ১৩ জানুয়ারি পৌষ পূর্ণিমা স্নানের সাথে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল কিন্তু ভক্তরা ১১ জানুয়ারি থেকেই আসতে শুরু করেছিলেন।
advertisement
advertisement
মহা কুম্ভ মেলা ২০২৫-এ শেষ হবে ২৬ ফেব্রুয়ারি। মহা কুম্ভের বিশেষত্ব হল, এটি ১২ কুম্ভ মেলা চক্রের সমাপ্তি চিহ্নিত করে এবং এটি প্রতি ১৪৪ বছরে একবার ঘটে। এর আগের এই ধরনের ঘটনা ১৮৮১ সালে অনুষ্ঠিত হয়েছিল।
মেগা ইভেন্টে ৪৫ কোটিরও বেশি মানুষের উপস্থিতি আশা করা হচ্ছে। তীর্থযাত্রীদের থাকার জন্য, কর্তৃপক্ষ ৪,০০০ হেক্টর জুড়ে একটি অস্থায়ী ব্যবস্থা তৈরি করেছে। এখানে প্রায় ১.৫ লাখ তাঁবু আছে, সঙ্গে রয়েছে অন্যান্য ব্যবস্থাও।
Location :
Kolkata,West Bengal
First Published :
January 22, 2025 1:25 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Maha kumbh 2025: মহাকুম্ভের মেলায় হ্যারি পটার! শাল পাতার থালা হাতে খাচ্ছেন প্রসাদও, দেখুন ভিডিও