Viral: জন্ম নিল পৃথিবীর বিরলতম শিশু! দুটি মাথা, দুটি হৃদপিণ্ড... ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই চমকে গেল সবাই

Last Updated:

বিশেষজ্ঞরা তার অক্সিজেনের মাত্রা, হৃদস্পন্দনের উপর ক্রমাগত নজর রাখছে। শিশুর অবস্থা বর্তমানে স্থিতিশীল।

News18
News18
ইনদওর: মধ্যপ্রদেশের ইনদওর একটি অত্যন্ত বিরল চিকিৎসাগত সামনে এসেছে। তুকোজি রাও হোলকার হাসপাতালে এক কন্যা সন্তানের জন্ম হয়েছে, যার দুটি মাথা এবং দু-টি হৃদপিণ্ড রয়েছে। জন্মের পাঁচ দিন পর ডাক্তাররা জানান, শিশুটিকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। দু-টি হৃদপিণ্ডের মধ্যে একটি অনুন্নত, অন্যটিও ত্রুটিপূর্ণ, যার ফলে শরীরে রক্ত সঞ্চালন বজায় রাখা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। এই ধরনের জটিল জন্মগত অবস্থাকে চিকিৎসা পরিভাষায় ‘ডাইসেফালিক প্যারাপাগাস’ বলা হয়।
সূত্রের খবর, শিশুকন্যার ওজন প্রায় ২.৮ কেজি এবং স্বাভাবিক প্রসব সম্ভব না হওয়ায় ২২ জুলাই রাতে সি-সেকশন অপারেশনের মাধ্যমে তার জন্ম হয়। জন্মের পরপরই শিশুটিকে এনআইসিইউ-তে ভর্তি করা হয় এবং তীব্র শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় তাকে ভেন্টিলেটরে রাখা হয়। শিশুটির দুটি হৃদপিণ্ড রয়েছে, তবে এর মধ্যে একটি অগঠিত এবং অন্যটিও স্বাভাবিকভাবে কাজ করছে না। দ্বিতীয় হৃদপিণ্ডের গঠনে ত্রুটি রয়েছে, যার ফলে সারা শরীরে রক্ত সঞ্চালন বজায় রাখা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। ডাক্তাররা বলছেন যে, অপারেশন করা হলেও, মেয়েটির বেঁচে থাকার সম্ভাবনা নগণ্য।
advertisement
advertisement
বিশেষজ্ঞরা তার অক্সিজেনের মাত্রা, হৃদস্পন্দনের উপর ক্রমাগত নজর রাখছে। শিশুর অবস্থা বর্তমানে স্থিতিশীল। এমজিএম মেডিক্যাল কলেজের ডা. নীলেশ জৈন এবং অন্যান্য শিশু বিশেষজ্ঞরা স্পষ্ট জানান, বর্তমানে কোনও ধরনের অস্ত্রোপচার সম্ভব নয়।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral: জন্ম নিল পৃথিবীর বিরলতম শিশু! দুটি মাথা, দুটি হৃদপিণ্ড... ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই চমকে গেল সবাই
Next Article
advertisement
SIR Update: ভোটারের দেখা না পেলে এক বাড়িতে কতবার আসবেন BLO? কী করণীয় আপনার, জানুন SIR-এর জরুরি তথ্য
ভোটারের দেখা না পেলে এক বাড়িতে কতবার আসবেন BLO? কী করণীয় আপনার, জানুন SIR-এর জরুরি তথ্য
  • ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা৷

  • ভোটারের দেখা না পেলে কী করবেন বিএলও-রা?

  • কী করণীয় ভোটারের, সব জানিয়ে দিল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement