#কলকাতা:এমনিতেই বজরঙ্গবলিকে বলা হয়ে সঙ্কটমোচক ৷ জাগতিক সব বাধা বিপত্তি থেকে যিনি বাঁচিয়ে রাখেন, তিনিই হনুমানজি ৷ অনেক সময়ে হওয়া কাজ হয়না, কোনও না কোনও গেরোয় আটকে বানচাল হয়ে যায় ৷ একমাত্র হনুমানজির পুজো করলেই সমস্ত বিপদ কেটে যায় ৷ এড়ানো সম্ভব হয়ে থাকে জীবনের বড় বিপর্যয়ও ৷
আরও পড়ুন : সুখবর ! কমেছে সোনার দাম, এই সুযোগ লুটেপুটে নিতে বাধা কোথায়
পঞ্চমুখী বজরঙ্গবলির ছবি বাড়ির বাইরে রাখলে কোনও রকমের খারাপ কিছু আপনার বাড়ির ত্রি-সীমানায় ঘেঁসতে পারবে না ৷ আপনার কোনও রকমের কোনও ক্ষতি হবেনা, আপনার পাশাপাশি কোনও অশুভ শক্তি ঘেঁসতে পারবেনা ৷ গ্রহ শান্ত রাখবে ৷ বেশিরভাগ সময়ে গ্রহ অশান্ত হওয়াতেই আমরা ভুল কাজ করে থাকি ৷ এর ফলে আমাদের ভুগতে হয় বিস্তর ৷
আরও পড়ুন : ভারতের প্রাণ স্বামী বিবেকানন্দ, সবার স্বামীজি
তবে কিছু করুন না করুন বাড়ির বাইরে এই ছবি প্রতিষ্ঠা করলে আপনার জীবনে যা যা ঘটতে পারে ৷ আপনার সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে, কেউ আপনার অনিষ্ট করতে পারবেনা, কাটবে প্রতিকূলতা, শরীর থাকবে ভাল, কাটবে আর্থিক মন্দা, বাড়বে ঈশ্বর্য বজরঙ্গবলির কৃপায় ৷ জীবন হবে সুখের ৷
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।