Long Flights: 'ব্যবহার করা কন্ডোম, নোংরা অন্তর্বাস আর...', বিমানকর্মীর দাবি ঘিরে তোলপাড় নেটপাড়া
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Long Flights: শুধুই সিনেমা দেখা, বই পড়া, গান শোনা, আড্ডা, ঘুম? একেবারেই নয়, কারণ ২৫ বছর ধরে কর্মরত এক বিমানসেবক অভিজ্ঞতায় ধরা পড়েছে ভয়ংকর কিছু তথ্য।
কলকাতা: ঘণ্টার পর ঘণ্টা বিমানযাত্রা। এমন দীর্ঘযাত্রার বিমানে কী করেন যাত্রীরা? শুধুই সিনেমা দেখা, বই পড়া, গান শোনা, আড্ডা, ঘুম? একেবারেই নয়, কারণ ২৫ বছর ধরে কর্মরত এক বিমানসেবক অভিজ্ঞতায় ধরা পড়েছে ভয়ংকর কিছু তথ্য। তিনি মার্কিন বিমানে কর্মরত রয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মী সম্প্রতি রেডিট-এ ‘আস্ক মি এনিথিং’ সেশনে যোগ দিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় এই সেশনে যে কেউ তাঁকে প্রশ্ন করতে পারেন। আন্তর্জাতিক বিমানে তাঁর সবচেয়ে জঘন্য অভিজ্ঞতা কী? এই প্রশ্নের জবাবে ওই কর্মী জানিয়েছেন, ‘বিমানে পাওয়া গিয়েছে ব্যবহার করা কন্ডোম, নোংরা অন্তর্বাস (স্ত্রী-পুরুষ উভয়ের) এবং ব্যবহৃত স্যানিটারি প্যাড’।
advertisement
আরও পড়ুন: চোখেও স্ট্রোক হয়, কখনও শুনেছেন? কীভাবে বুঝবেন জানুন, দৃষ্টিশক্তি হারানোর ভয় থেকে বাঁচুন
তিনি আরও জানান, কিছু যাত্রীর জন্য বিমানকর্মীরা খুবই উদ্বেগে থাকেন। প্রতি ১০ বারে একবার বিমানের শৌচাগারে ধূমপান করার ঘটনা ঘটে। এমনকী মদ্যপ যাত্রীদের নানা বিরক্তিকর ঘটনাও ঘটে থাকে বলে দাবি তাঁর। বিমানে অনেক সময়ই মদ খেয়ে ওঠার চেষ্টা করেন যাত্রীরা, তা নিয়েও খুবই সমস্যা হয় বিমানকর্মীদের।
advertisement
advertisement
ওই কর্মী জানান, তিনি নিজের চোখের সামনে সিটে বসে যাত্রীদের মলত্যাগ, প্রস্রাব ও মারামারি করতে দেখেছেন। এমনকী তাঁর নিজের গায়েও একবার এক যাত্রী থুতু ছেটানোর চেষ্টা করেন বলে জানিয়েছেন তিনি। বিমানকর্মীদের কাজের অসম্ভব পরিশ্রমের মাঝে এই ধরনের ঘটনা কখনও কাম্য নয় বলে আবেদন করেন তিনি। নেটপাড়ায় এই দাবি ঘিরে শোরগোল ফেলেছেন নেটিজেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 04, 2024 9:35 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Long Flights: 'ব্যবহার করা কন্ডোম, নোংরা অন্তর্বাস আর...', বিমানকর্মীর দাবি ঘিরে তোলপাড় নেটপাড়া