দেখুন তো, আপনার বুড়ো আঙুলটির আয়তন বড় কিনা? এর উপরেই নির্ভর করছে আরও এক অঙ্গের 'কার্যকারিতা'... হাত দেখলেই চিনে যাবেন

Last Updated:

পৃথিবীর সকল জীবের মধ্যে মানুষই একমাত্র যারা চিন্তা করতে জানে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণীর তকমা সে এমনি এমনি পায়নি। মানুষের বুদ্ধিমান মস্তিষ্ক। কিন্তু মানব বিবর্তনের সময় কি মস্তিষ্ক এবং হাত একইসঙ্গে বিকশিত হয়েছিল?

News18
News18
পৃথিবীর সকল জীবের মধ্যে মানুষই একমাত্র যারা চিন্তা করতে জানে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণীর তকমা সে এমনি এমনি পায়নি। মানুষের বুদ্ধিমান মস্তিষ্ক। কিন্তু মানব বিবর্তনের সময় কি মস্তিষ্ক এবং হাত একইসঙ্গে বিকশিত হয়েছিল?
advertisement
 বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে আমাদের মস্তিষ্ক এবং হাত একসঙ্গে বিবর্তিত হয়েছে কিনা তা বের করার চেষ্টা করছেন। সম্প্রতি কমিউনিকেশনস বায়োলজিতে প্রকাশিত একটি নতুন গবেষণায় লক্ষ লক্ষ বছর ধরে আমাদের মস্তিষ্ক এবং হাত কীভাবে  বিবর্তিত হয়েছে সে সম্পর্কে আকর্ষণীয় তথ্য প্রকাশ করা হয়েছে। প্রাচীন মানুষ হাত দিয়ে জিনিসপত্র তৈরি বা পরিচালনা করতে শিখেছিল। উন্নত মস্তিষ্ক হলে হাত দিয়ে আরও উন্নত কাজ করা যায়। জীবাশ্ম রেকর্ড এই সংযোগের ইঙ্গিত দেয়।
advertisement
এটি বোঝার জন্য সর্বশেষ গবেষণায় ৯৪টি প্রাইমেট প্রজাতির উপর নজর দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে জীবন্ত লেমুর এবং জীবাশ্ম রেকর্ডে বিলুপ্ত প্রজাতি। গবেষকরা বেয়েসিয়ান ফাইলোজেনেটিক তুলনামূলক বিশ্লেষণ নামে একটি পদ্ধতি ব্যবহার করেছেন, যা বিবর্তনের ইতিহাসকে পরিসংখ্যানের সঙ্গে মিলিয়ে শারীরিক বৈশিষ্ট্য এবং আচরণ কীভাবে জড়িত তা অনুসন্ধানের চেষ্টা করেন। গবেষণায় একটি স্পষ্ট ধরণ পাওয়া গেছে। লম্বা বুড়ো আঙুলযুক্ত প্রাইমেট প্রজাতির হাতের মুঠো ভালভাবে ধরার ক্ষমতা থাকে। তাদের মস্তিষ্ক বড় হওয়ার প্রবণতা থাকে। এই সম্পর্কটি মানুষের ক্ষেত্রেই নয়, বরং অনেক প্রাইমেটের ক্ষেত্রেই প্রযোজ্য। গবেষণার প্রধান লেখক জোয়ানা বেকার এমনটাই জানিয়েছেন।
advertisement
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
দেখুন তো, আপনার বুড়ো আঙুলটির আয়তন বড় কিনা? এর উপরেই নির্ভর করছে আরও এক অঙ্গের 'কার্যকারিতা'... হাত দেখলেই চিনে যাবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • বৃষ্টি বাড়বে পাহাড়ে !

  • দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement