Anvita Sharma Death Case: বেতনের টাকা, এমনকী ATM কার্ডও থাকত শ্বশুরবাড়ির লোকেদের দখলে ! গুরুতর অভিযোগ আনলেন আত্মঘাতী শিক্ষিকা অনভিতা শর্মার বাবা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Ghaziabad News: মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ওই শিক্ষিকার স্বামী গৌরব কৌশিক এবং শ্বশুর সুরেন্দ্র শর্মাকে। এর পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মৃতার শাশুড়ি মঞ্জু শর্মাকে। এই ঘটনায় আরও একবার প্রকট হয়ে উঠল আমাদের সমাজের পণপ্রথা এবং গার্হস্থ্য হিংসার গুরুতর সমস্যা।
গাজিয়াবাদ: রাজধানী দিল্লি সংলগ্ন গাজিয়াবাদের ইন্দিরাপুরম এলাকার একটি ঘটনার জেরে গোটা দেশ জুড়ে চাঞ্চল্য পড়েছে। আসলে নিজের শ্বশুরবাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন দিল্লির কেন্দ্রীয় বিদ্যালয় ডাল্লুপুরার শিক্ষিকা বছর তিরিশের অনভিতা শর্মা (Anvita Sharma Death Case)। মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ওই শিক্ষিকার স্বামী গৌরব কৌশিক এবং শ্বশুর সুরেন্দ্র শর্মাকে। এর পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মৃতার শাশুড়ি মঞ্জু শর্মাকে। এই ঘটনায় আরও একবার প্রকট হয়ে উঠল আমাদের সমাজের পণপ্রথা এবং গার্হস্থ্য হিংসার গুরুতর সমস্যা।
২০১৯ সালের ৮ ডিসেম্বর ম্যাক্স হাসপাতালের চিকিৎসক ডা. গৌরব কৌশিকের সঙ্গে বিয়ে হয়েছিল শিক্ষিকা অনভিতার। তাঁর বাবা অনিল শর্মা বলেন যে, কন্যার বিবাহে ২৬ লক্ষ টাকা খরচ করেছিলেন তিনি। আবার পণ হিসেবে দিয়েছিলেন একটি স্যুইফট ডিজায়ার গাড়ি। তা সত্ত্বেও আরও পণের জন্য চাপ দেওয়া হচ্ছিল অনভিতাকে। এমনকী পণের দাবি না মেটানোয় ওই শিক্ষিকার উপর মানসিক এবং শারীরিক নির্যাতনও করত তাঁর শ্বশুরবাড়ির লোকেরা।
advertisement
advertisement
অনিল শর্মা যে অভিযোগ জানিয়েছেন, তা থেকে জানা যাচ্ছে, অনভিতা একজন সরকারি শিক্ষিকা হওয়া সত্ত্বেও তাঁর কোনও রকম আর্থিক স্বাধীনতা ছিল না। আসলে তাঁর বেতন, চেক বুক এবং এটিএম কার্ড পর্যন্ত নিজেদের দখলে রাখত শ্বশুরবাড়ির লোকেরা। কিন্তু যখন অনভিতা নিজের আয় করা টাকাই চাইতেন, তখন তাঁকে মারধর করা হয়। এমনকী তাঁর উপর অকথ্য নির্যাতনও চালানো হত।
advertisement
অনভিতার পরিবারের অভিযোগ, গত ১৬ মার্চ ২০২৫ তারিখে অনভিতার উপর চড়াও হয়েছিল গৌরব, সুরেন্দ্র এবং মঞ্জু। তাঁর উপর চালানো হচ্ছিল চরম অত্যাচার। আর এই ঘটনায় আঘাত পেয়ে অনভিতা একটি সুইসাইড নোট লিখে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন। দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ সঙ্কটজনক অবস্থায় বসুন্ধরার লে-ক্রেস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। সেখানে নিয়ে যাওয়া হলে অনভিতাকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রসঙ্গত, ওই শিক্ষিকার একটি বছর তিনেকের পুত্রও রয়েছে।
advertisement
অনভিতার বাবার অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৮৫, ১১৫ (২), ৩৫২, ৮০ (২) ধারার আওতায় এবং ডাউরি প্রোহিবিশন আইনের ৩ ও ৪ ধারায় গৌরব কৌশিক, সুরেন্দ্র শর্মা এবং মঞ্জু শর্মার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। সঙ্গে সঙ্গে কড়া পদক্ষেপ গ্রহণ করে অনভিতার স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করা হয়েছে। এদিকে শাশুড়ি মঞ্জু শর্মাকে জেরা করা হচ্ছে।
advertisement
এসিপি ইন্দিরাপুরম অভিষেক শ্রীবাস্তব বলেন যে, এই বিষয়টি তদন্ত করে দেখা হবে। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। স্বামী গৌরব কৌশিক এবং শ্বশুর সুরেন্দ্র শর্মাকে গ্রেফতার করা হয়েছে। এক্ষেত্রে শাশুড়ির ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
Location :
Ghaziabad,Uttar Pradesh
First Published :
March 20, 2025 1:49 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Anvita Sharma Death Case: বেতনের টাকা, এমনকী ATM কার্ডও থাকত শ্বশুরবাড়ির লোকেদের দখলে ! গুরুতর অভিযোগ আনলেন আত্মঘাতী শিক্ষিকা অনভিতা শর্মার বাবা