বলুন তো দেখি, ভারতের কোথায় রয়েছে চাঁদের দেশ? উত্তর অজানা ৯৯ শতাংশের

Last Updated:

Where is the land of moon in India: চাঁদে পা রাখার স্বপ্ন অনেকেরই থাকে। কিন্তু সাধারণ মানুষের কাছে চাঁদে যাওয়া এখনও অধরা। তাই সেই অভিজ্ঞতা যদি পৃথিবীতেই পাওয়া যায়, তবে কেমন হয়? ভারতের রয়েছে এমন এক জায়গা যাকে অনেকেই চাঁদের দেশ বলে থাকে।

News18
News18
চাঁদে পা রাখার স্বপ্ন অনেকেরই থাকে। কিন্তু সাধারণ মানুষের কাছে চাঁদে যাওয়া এখনও অধরা। তাই সেই অভিজ্ঞতা যদি পৃথিবীতেই পাওয়া যায়, তবে কেমন হয়? ভারতের রয়েছে এমন এক জায়গা যাকে অনেকেই চাঁদের দেশ বলে থাকে। ভারতের লাদাখে রয়েছে এমনই এক গ্রাম, যেখানে গেলে চাঁদের মাটিতে হাঁটার স্বাদ পাওয়া যায়। এই বিশেষ জায়গাটির নাম ‘মুন ল্যান্ড’। প্রকৃতির অপার সৌন্দর্য ও এক অন্যরকম অভিজ্ঞতা পেতে প্রতিবছর বহু পর্যটক ভিড় করেন এখানে।
‘মুন ল্যান্ড’ নামে পরিচিত এই এলাকা লাদাখের লেহ জেলার লামায়ুরো গ্রামে অবস্থিত। এই গ্রামটির বিশেষত্ব হল এখানকার ভূপ্রকৃতি। পাহাড়, পাথুরে জমি ও খাঁজকাটা ঢালু টেরেন চাঁদের মাটির সঙ্গে আশ্চর্য রকমের মিল রাখে। সবুজ গাছপালার অভাব থাকায় এটি অনেকটা রুক্ষ এবং শুকনো দেখায়, যা চাঁদের পরিবেশের সঙ্গে তুলনীয়। ফলে এখানে হাঁটার সময় এমন অনুভূতি হয় যেন আপনি চাঁদের ওপর হেঁটে চলেছেন।
advertisement
এখানে অবস্থিত লামায়ুরু বৌদ্ধ মঠ গ্রামটির অন্যতম আকর্ষণ। পাহাড়ের ঢালে অবস্থিত এই মঠ এবং তার আশপাশের প্রাকৃতিক দৃশ্য এক অপার্থিব সৌন্দর্য তৈরি করে। হিমালয়ের বিশালতাও এই অভিজ্ঞতাকে আরও অনন্য করে তোলে। এখানে এলে শুধু ‘চাঁদের মাটি’ নয়, তিব্বতি সংস্কৃতি এবং প্রাচীন বৌদ্ধ ঐতিহ্যও খুব কাছ থেকে অনুভব করা যায়।
advertisement
পর্যটকদের কাছে ‘মুন ল্যান্ড’ একদিকে যেমন অদ্ভুত এক অভিজ্ঞতা দেয়, অন্যদিকে প্রকৃতির রুক্ষ অথচ মায়াবী রূপকে নতুন করে চিনিয়ে দেয়। এখানে সূর্যাস্তের সময় পাহাড়ে পড়া রোদের খেলা এক ভিন্ন রূপ ধারণ করে, যা চাঁদের আলোয় ভেসে যাওয়ার মতোই মুগ্ধকর।
advertisement
সুতরাং, যদি চাঁদে যাওয়ার স্বপ্ন থেকে থাকে, তবে তার প্রতিরূপ পেতে একবার ঘুরে আসতে পারেন ভারতের এই লামায়ুরো গ্রাম থেকে। প্রকৃতি, সংস্কৃতি ও এক ব্যতিক্রমী অনুভূতির মিশেলে এই সফর হয়ে উঠবে জীবনের এক স্মরণীয় অভিজ্ঞতা।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বলুন তো দেখি, ভারতের কোথায় রয়েছে চাঁদের দেশ? উত্তর অজানা ৯৯ শতাংশের
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement