Knowledge Story: কখনও ভেবে দেখেছেন, ডাইনোসর কেন অত বড় হত? কারণ জানলে অবাক হবেন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
মাথা থেকে পা পর্যন্ত একটি পূর্ণবয়ষ্ক টি-রেক্সের আকার হতো প্রায় ৪০-৫০ ফুটের মত
ডাইনোসর! ‘জুরাসিক পার্ক’-এ দেখা সেই দানবীয় চেহারা! মাথা থেকে পা পর্যন্ত একটি পূর্ণবয়ষ্ক টি-রেক্সের আকার হতো প্রায় ৪০-৫০ ফুটের মত। এরা ছিল মাংসাশী। তৃণভোজী ডাইনোসর আরও বড় হত। মাথা থেকে লেজ পর্যন্ত এদের দৈর্ঘ্য হতো প্রায় ১৩০-২০০ ফুট। ওজন ১০০-১৫০ টনের মত। যেন পর্বত! কিন্তু কখনও ভেবে দেখেছেন,দানোসর কেন এত বড় হত?
পৃথিবীতে ডাইনোসর পাওয়া যেত ট্রায়াসিক, জুরাসিক এবং ক্রিটেশিয়াস যুগে। সে সময় পৃথিবীর জলবায়ু ছিল বেশ উষ্ণ। বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ ছিল বর্তমানের চারগুণ। ফলে পৃথিবীতে প্রচুর গাছগাছালি, লতাপাতা জন্মেছিল। কাজেই, তৃণভোজী ডাইনোসরদের খাবারের কোনও অভাব ছিল না। প্রচুর খেতে খেতে ধীরে ধীরে বড় হতে থাকে ডাইনোসরদের দেহ।
অন্যদিকে, মাংসাশী ডাইনোসরেরাও টিকে থাকার তাগিদে বড় হতে শুরু করে। বিশাল আকারের শিকারকে পরাস্ত করা মানে বিপুল পরিমাণ খাবার। মাংশাসী ডাইনোসরের বৃদ্ধির পেছনে এটাও একটা কারণ।
advertisement
advertisement
সব ডাইনোসর কিন্তু বিশাল আকৃতির ছিল না। অনেক ছোট ছোট ডাইনোসরও মিলত পৃথিবীর বুকে। এখন পর্যন্ত সবচেয়ে ছোট যে ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গিয়েছে, তার নাম, মাইক্রোর্যাপ্টর। পাখির মতো দেখতে এ ডাইনোসরটির ওজন ছিল মাত্র ১ কেজির মতো। সবচেয়ে ছোট টাইরানোসোরাসের ডাইলং প্যারাডক্সাস প্রজাতির ওজন ছিল মাত্র ১১ কেজির মত।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
November 19, 2023 12:58 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Knowledge Story: কখনও ভেবে দেখেছেন, ডাইনোসর কেন অত বড় হত? কারণ জানলে অবাক হবেন