কেরলের বাসচালকের উদারতা মন জিতল সবার, জানুন এমন কী করলেন তিনি
- Published by:Brototi Nandy
Last Updated:
ছোট্ট শিশুদের মুখে পরিতৃপ্তির হাসি ফোটাল এক উদারচিত্তের বাস ড্রাইভার , তার প্রচেষ্টা সারা সোশ্যাল মিডিয়ার প্লাটফর্মে আলোড়ন সৃষ্টি করেছে। kerala bus driver distributes snacks to children
ইনস্টাগ্রামে পোস্ট করা এই ভিডিওটিতে দেখা যাচ্ছে কেরালার একজন বাস ড্রাইভার হাসিমুখে গৃহহীন শিশুদের স্ন্যাকস এবং বিস্কুট বিতরণ করছেন। বাচ্চারা উপহার পেয়ে খুব খুশি, তাদের মুখে তৃপ্তির হাসি হাত নেড়ে ড্রাইভারকে বিদায় জানাচ্ছে। শিশুদের মধ্যে একজনের গায়ে জামা , অন্যজন খালি গায়ে ড্রাইভারের হাত থেকে উপহার গ্রহণ করছে।
ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার হওয়ার পর সমস্ত সোশ্যাল মিডিয়াতে একটা আলোড়নের সৃষ্টি করেছে। সকলেই বাস ড্রাইভার আন্তরিকতা এবং উদারতার প্রশংসা করছেন। ছোট্ট শিশুদের মুখে হাসি ফোটানোর জন্য নেটিজেনরা অনেকেই তাকে স্যালুট জানিয়েছেন।
ভিডিওটি শেয়ার করার সময় মালায়ালম ভাষায় একটি ক্যাপশন দেওয়া হয়েছে। সেটাকে অনুবাদ করার পর খানিকটা এরকম দেখায়।
advertisement
“জীবনে চলার পথে , অনেক লোকের সঙ্গেই আমাদের দেখা হবে দেখা করব, এই চলার পথে যে জিনিষটা আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয় তা হল ক্ষুধা মেটানোর জন্য মানুষকে কত ধরণের কাজ করতে হতে পারে। বলা যেতে পারে আমরা যা কিছু পেয়েছি তা ভগনের বড় আশীর্বাদ। আমরা জানি না খিদে কি জিনিস ।" ভিডিওটি এখানে দেখুন-
advertisement
advertisement
গত ৩১শে ডিসেম্বর ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার হওয়ার পর এক মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। জানা গেছে ভিডিওটি মূলত কেরালার গাভি নামক স্থানের এবং ভিডিওতে যেটুকু দেখা গেছে সেখান থেকে বোঝা যায় জায়গাটি অতীব সুন্দর।
ইংরেজিতে অনুবাদ করার পরে ক্লিপটিতে প্রতিক্রিয়া জানাতে একজন ইউসার লিখেছেন , "KSRTC এর কাছে ভাল ড্রাইভার আছে ",
advertisement
অন্যদিকে অপরজন ড্রাইভারের প্রশংসা করে লিখেছেন, "যারা গাভিতে গিয়েছিলেন এটা তাদের জন্য। ভিডিওটি ট্রিপের সৌন্দর্যকে তুলে ধরেছে , আমিও যাওয়ার পরিকল্পনা করছি। এখন আপনি আর খালি হাতে যেতে পারবেন না। এটি হয়ত যাওয়ার সেরা উপায়।"
অন্য একজন ইউসার তাদের হাস্যোজ্জ্বল মুখের কথা তুলে ধরে লিখেছেন, “শেষ পর্যন্ত তাদের মুখে খুশি”।
advertisement
ওপর একজনের প্রতিক্রিয়া "যে লোকটি ক্ষুধার মূল্য জানে,"
অন্যজন কমেন্ট বক্সে ইমোজি পোস্ট করে লিখেছেন , "এই পৃথিবীতে এমন কিছু লোক রয়েছে। ড্রাইভারকে অনেক স্যালুট”।
সত্যি ভিডিওটি আপনার মন জয় করে নেবে। আমাদের অনেকের কাছে দেওয়ার ক্ষমতা হয়ত আছে কিন্তু দেওয়ার মন খুম কম মানুষেরই থাকে .আসুন ভিডিওটি দেখুন এবং ওই সুন্দর মুহূর্তটিকে অনুভব করুন।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 11, 2023 2:32 PM IST