Viral: 'এই এক মিনিট! ব্যাগটা খুলুন...' রাতের অন্ধকারে ট্রেনের জন্য দাঁড়িয়ে ছিল যুবক! জিআরপির ডাকে পিলে চমকে গেল, ব্যাগ খুলতেই 'ছিটকে' গেল পুলিশ... ছিল সেই 'সাংঘাতিক' জিনিস

Last Updated:

অভিযুক্তের নাম অমিত কুমার, সে বিহারের খাগারিয়া জেলার বাসিন্দা। তার কাছ থেকে পুলিশ ২০০ বোতলেরও বেশি মদ উদ্ধার করেছে। ২ ডজনের বেশি বিয়ারও বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধারকৃত মদের দাম আনুমানিক ১.১০ লক্ষ টাকা।

AI image
AI image
কানপুর: বিহারে মদের উপর রয়েছে সম্পূর্ণ নিষেধাজ্ঞা। এখানে মদ বিক্রি করা যাবে না এবং কেউ কোনওভাবেই মদ কিনতে পারবেন না। তবুও কিছু লোক আছে যারা অবৈধ উপায়ে মদ সরবরাহ করার কাজ করে। বর্তমানে কানপুর যেন বিহারে মদ পাচারের একটি সহজ রুট হয়ে উঠেছে। কানপুর সেন্ট্রাল থেকে বিহারগামী ট্রেনগুলিকে রুট করে বিহারে মদ পাচার করা হচ্ছে অহরহ। কানপুরের জিআরপি এবং আরপিএফ দল প্রতিদিন এই তথ্য প্রকাশ করে।
সম্প্রতি এমনই এক খবর সামনে এল। কানপুরের সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে তদন্ত করছিল আরপিএফ। একই সময়ে, এক যুবক রাতের অন্ধকারে ট্রেনের জন্য অপেক্ষা করছিল। তার কাছে ছিল ব্যাগ এবং বস্তা। পুলিশের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের সময় সে জানায়, সে হরিয়ানা থেকে আসছে এবং বিহারে যাবে। আরপিএফ যখন ব্যাগটি খুলে দেখতেই চক্ষু চড়কগাছ। যা ভাবছেন তাই।
advertisement
advertisement
অভিযুক্তের নাম অমিত কুমার, সে বিহারের খাগারিয়া জেলার বাসিন্দা। তার কাছ থেকে পুলিশ ২০০ বোতলেরও বেশি মদ উদ্ধার করেছে। ২ ডজনের বেশি বিয়ারও বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধারকৃত মদের দাম আনুমানিক ১.১০ লক্ষ টাকা।  প্রকাশ ডি (এডিজি রেলওয়ে )-এর নির্দেশনায় এবং প্রশান্ত ভার্মা (এসপি রেলওয়ে, প্রয়াগরাজ )-র তত্ত্বাবধানে এই পদক্ষেপ। দুষ্মন্তকুমার সিংহ (ডিএসপি কানপুর )- নেতৃত্বে জিআরপি এবং আরপিএফ দল ১৬ জুলাই হরিশগঞ্জ ব্রিজের কাছে অভিযুক্তকে ধরে ফেলে। অভিযুক্ত গাছের কাছে মদ নিয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছিল। এই মদ বিহারে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তার। পরবর্তী পদক্ষেপ শুরু করেছে পুলিশ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral: 'এই এক মিনিট! ব্যাগটা খুলুন...' রাতের অন্ধকারে ট্রেনের জন্য দাঁড়িয়ে ছিল যুবক! জিআরপির ডাকে পিলে চমকে গেল, ব্যাগ খুলতেই 'ছিটকে' গেল পুলিশ... ছিল সেই 'সাংঘাতিক' জিনিস
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement