Viral Puzzle: এটি স্থির চিত্র না ভিডিও! ১০ সেকেন্ড তাকিয়ে থাকলেই দেখতে পাবেন ম্যাজিক

Last Updated:

Viral Puzzle: এই মূল ছবিটি তার মধ্যে অন্যতম। ছবিতে একটি বড় বল দেখা যাচ্ছে। এই বল এক জায়গায় রাখা হয়।

নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র
#কলকাতা: নানারকম পাজল বা ধাঁধার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় মাঝে মধ্যেই। কিছু ছবি ভাইরাল হয় তাদের জটিল কোনও দৃশ্যপটের জন্য, কিছু ছবি ভাইরাল হয় রহস্যের কারণে । কিছু ছবিকে অপটিক্যাল ইলিউশন বলা হয়। এই ছবিগুলো এমনভাবে তৈরি করা হয় যে দেখার পর চোখে কেমন ধাঁধা লেগে যায়। আজকাল, এমনই দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে শেয়ার করা হচ্ছে, যা মানুষের মন ও চোখ দুটোকেই ধাঁধায় ফেলছে। এই ছবিগুলো দশ সেকেন্ডের বেশি কেউ দেখতে পারবেন না। এর আগেই মানুষের চোখ-মাথা ব্যথা শুরু হয়েছে।
এই মূল ছবিটি তার মধ্যে অন্যতম। ছবিতে একটি বড় বল দেখা যাচ্ছে। এই বল এক জায়গায় রাখা হয়। কিন্তু বেশিরভাগ মানুষই এই ছবিকে ভিডিও হিসেবে দেখছেন। আসলে, এই ছবিটির দিকে তাকালে মনে হবে এই বলটি নড়ছে। এই ছবিটি কোনও ভিডিও বা জিআইএফ নয়, এর পরেও এটি চলমান বলে মনে হচ্ছে। এই ধরনের ছবিকে বলা হয় অ্যানোমালি মোশন ইলিউশন।
advertisement
advertisement
দ্বিতীয় ছবিটি বেগুনি রঙের কালো দাগের। এই ছবিটির দিকে তাকালে মনে হবে এই বিন্দুগুলো যেন একটি বড় কালো দাগের ভিতরে রয়েছে। এমন পরিস্থিতিতে এই ছবিকেও নড়তে দেখা যাবে। এই ধরনের ছবিকে বলা হয় ফুজিওয়ারা ইলিউশন। যেখানে বাস্তবতা হল উভয়ই দৃষ্টিভ্রম তৈরি করছে। অর্থাৎ এই ছবিগুলো আছে কিন্তু সেগুলো এমনভাবে বানানো হয়েছে যে ভিডিওর মায়া তৈরি করছে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Puzzle: এটি স্থির চিত্র না ভিডিও! ১০ সেকেন্ড তাকিয়ে থাকলেই দেখতে পাবেন ম্যাজিক
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement