আমরা সবাই এটা জানি যে পিৎজা শরীরের পক্ষে ক্ষতিকারক কিন্তু তবুও সামনে পিৎজা থাকলে লোভ সামলানো কঠিন হয়ে যায়। জনপ্রিয় ইতালির খাবার পিৎজাতে অতিরিক্ত পরিমাণে ক্যালোরি, চর্বি এবং সোডিয়াম থাকা সত্বেও উত্তর আয়ারল্যান্ডের একজন ব্যক্তি নাকি দিনে তিনবার পিৎজা খেয়ে নিজের ওজন কমিয়েছেন। সবাইকে অবাক করে দেওয়া এই ভিডিওটি খুব দ্রুত ভাইরাল হয়েছে।
পিৎজাতে চর্বির পরিমান অনেক বেশি থাকার জন্য কোলেস্টেরলের মাত্রা এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায়। কিন্তু উত্তর আয়ারল্যান্ডের এক ব্যক্তি রায়ান মার্সারের কাছে ব্যাপারটা অন্যরকম। এই লোকটি একজন পার্সোনাল ট্রেনার হিসাবে কাজ করেন। ওজন কমানোর জন্য ৩০ দিনের চ্যালেঞ্জ নিয়ে প্রতিদিন ১০ পিস পিৎজা খেয়ে তার অদ্ভুত ফলাফল তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। যা শুনলে প্রত্যেকের চক্ষু কপালে উঠবে। ৩৪ বছর বয়সী এক ব্যক্তি ব্রেকফাস্ট , লাঞ্চ এবং ডিনারে একমাস ধরে শুধু পিৎজা খেয়েছেন। কিন্তু আশ্চর্য্যের ব্যাপার তা সত্বেও তিনি সাড়ে তিন কেজি ওজন কমাতে সক্ষম হয়েছেন। পোস্টটি এখানে দেখুন-
View this post on Instagram
এই তিন মাসে তার শরীরে অতিরিক্ত চর্বি জমার বদলে পেশির ভর বৃদ্ধি পেয়েছে। এই চ্যালেঞ্জের নেওয়ার সময় তিনি ঠিক করে নিয়েছিলেন যে তিনি নিজেকে শুধুমাত্র পিৎজাতেই সীমাবদ্ধ রাখবেন । ল্যাডবিবলের কথা অনুসারে ক্যালোরির ঘাটতি এবং সুস্বাস্থ্যের জন্য রায়ান সমস্ত ধরণের জাঙ্ক ফুড এবং টেকওয়ে খাবার খাওয়া ছেড়ে দিয়েছিলেন । রায়ান সারাদিন পিৎজা খেত ঠিকই কিন্তু সে নিয়মিত জিমে যেত এবং রোজ ১০০০০ এর চেয়ে বেশি স্টেপস হাঁটত।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Instagram, Internet, Pizza, Viral Post