বিয়ের অনুষ্ঠানে ভিন্ন সংস্কৃতির মিলন কোন নতুন ব্যাপার না। এমনটা প্রায়ই ঘটে থাকে। দুজন ভিন্ন জাতির মানুষ যখন বিয়ের বন্ধনে বাঁধা পরে , তখন উভয়ের সংস্কৃতি মিলেমিশে এক হয়ে যায়। ভাইরাল হওয়া ভিডিওতে এমনি একটি ঘটনা সামনে এসেছে। ভিডিওতে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় একটি বিয়ের অনুষ্ঠানে দুই সংস্কৃতির মিলনমেলায় ইরাকি এবং আইরিশ ঐতিহ্যের 'ফিউশন' ইন্টারনেটে সকলকে বাকরুদ্ধ করে দেয়। ‘নাউ দিস নিউজ’-এই ভিডিওটি গত ৩১ শে জানুয়ারী টুইটারে শেয়ার করেছিল।
নজর করার মতো সুন্দর এই ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে একদল যুবক-যুবতী মধ্যপ্রাচ্যের ড্রামের তালে আইরিশ স্টেপ ডান্স করছেন। ড্রামের প্রতিটি তালের সঙ্গে আইরিশ নাচের প্রতিটি ষ্টেপের এমন অপূর্ব মেলবন্ধন সত্যি মনকে ছুঁয়ে যাওয়ার মতো। এমন সুন্দর সংস্কৃতির মিলনমেলায় বর এবং কনে নিজেকে একজায়গায় ধরে রাখতে না পেরে ডান্স ফ্লোরে এগিয়ে আসে এবং পুরোদমে ইরাকি এবং আইরিশ ঐতিহ্যের 'ফিউশন' ডান্সকে উপভোগ করে। ভিডিওটি একবার দেখলে হয়তো আপনিও স্থির থাকতে পারবেন না। ভিডিওটি এখানে দেখুন -
A video from a wedding in Victoria, Australia, is going viral for featuring the beautiful ‘fusion’ of the bride and groom’s Iraqi and Irish heritage, respectively. pic.twitter.com/Emah4EfJWF
— NowThis (@nowthisnews) January 30, 2023
গত ৩১শে জানুয়ারী ভিডিওটি শেয়ার হওয়ার পর থেকে টুইটারে ৪০,০০০ হাজারেরও বেশি ভিউ এবং TikTok-এ এটি ভাইরাল হওয়ার পর ১.১ মিলিয়নেরও বেশি ভিউ অর্জন করেছে।
স্টোরিফুলের মাধ্যমে হেলেন হানা বলেন “আমার কাজিন পাঁচ বছর আগে এক আইরিশের প্রেমে পড়েছিল যখন তাদের মেলবোর্নে দেখা হয়েছিল। "
এই ঘটনাটির সম্বন্ধে নাও দিস নিউজ টুইট করেছে "এটি উভয় সংস্কৃতিকে একত্রিত করার এবং একে অপরের প্রতি তাদের ভালবাসা উদযাপন করার একটি সুন্দর মাধ্যম ছিল। "
একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, "এটি সত্যিই একটি মজাদার পার্টির মত দেখাচ্ছে!"অন্য একজন লিখেছেন, "এটাকেই হয়ত বহু সংস্কৃতি এবং বৈচিত্র্য বলা হয়ে থাকে ।"
গত বছরের অক্টোবরে, একজন অস্ট্রেলীয়ান মহিলা পীচ কালারের সালোয়ার স্যুট পরে তার ভারতীয় স্বামীর সঙ্গে হরিয়ানভি গানের তালে নেচেছিলেন। অনলাইনে সংস্কৃতির মিলনের এই ভিডিও ক্লিপটি সকলের মন জয় করেছিল ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Australia, Internet, Marraige, Twitter, Viral Video