হোম /খবর /পাঁচমিশালি /
বাড়িতে আগুন, গভীর ঘুমে মালিক! কীভাবে প্রাণ বাঁচাল বুদ্ধিমান টিয়া?

বাড়িতে আগুন, গভীর ঘুমে মালিক! কীভাবে প্রাণ বাঁচাল বুদ্ধিমান টিয়া?

প্রতীকী ছবি৷ Photo-File

প্রতীকী ছবি৷ Photo-File

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের এই ঘটনায় মালিকের প্রাণ বাঁচিয়ে রীতিমতো প্রশংসা কুড়োচ্ছে এরিক নামে এই টিয়া পাখিটি৷

  • Last Updated :
  • Share this:

#কুইন্সল্যান্ড: বাড়িতে আগুন লেগেছে৷ ওদিকে বাড়ির মালিক তখনও গভীর ঘুমে৷ কয়েক মুহূর্ত দেরি হলেই আগুনে পুড়ে তাঁর মৃত্যু নিশ্চিত৷ কিন্তু মালিকের সঙ্গে সঙ্গেই নিজেরও প্রাণ বাঁচাল বাড়িতে পোষা বুদ্ধিমান টিয়া৷ আগুন ধরেছে বুঝতে পারা মাত্রই মালিকের নাম ধরে চিৎকার করতে শুরু করে সে৷

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের এই ঘটনায় মালিকের প্রাণ বাঁচিয়ে রীতিমতো প্রশংসা কুড়োচ্ছে এরিক নামে এই টিয়া পাখিটি৷ জানা গিয়েছে, অ্যান্টন নেগুয়েন নামে এক ব্যক্তির পোষা টিয়া সেটি৷ বিবিসি-তে প্রকাশিত খবর অনুযায়ী, বুধবার অ্যান্টন নামে ওই ব্যক্তির বাড়িতে আগুন লাগে৷ সেই সময় বাড়ির ভিতরে ঘুমোচ্ছিলেন তিনি৷

স্থানীয় দমকল আধিকারিকরা জানিয়েছেন, আগুন লেগেছে বুঝতে পেরেই 'অ্যান্টন', 'অ্যান্টন' বলে তারস্বরে নিজের মালিককে ডাকতে শুরু করে টিয়া পাখিটি৷ অ্যান্টন নামে ওই ব্যক্তির কথায়, 'ঘুমের মধ্যেই বেশ জোরে একটা শব্দ শুনি, তার পর দেখি এরিক খুব জোরে চিৎকার করছে৷ ঘুম থেকে উঠে আসতেই পোড়া গন্ধ পাই৷ পিছনের দরজা খুলে দেখি বাড়িতে আগুন লেগেছে৷ সঙ্গে সঙ্গে এরিককে নিয়ে বাড়ির বাইরে চলে আসি আমি৷'

জানা গিয়েছে বাড়িতে স্মোক ডিটেক্টর লাগানো ছিল৷ কিন্তু স্মোক ডিটেক্টরের অ্যালার্ম বাজার আগেই চিৎকার করতে শুরু করে ওই টিয়াপাখিটি৷ তা না হলে নিজের মালিকের সঙ্গে এরিকও বিপদে পড়ে যেত৷ আগুনে ওই বাড়িটির যথেষ্ট ক্ষতি হলেও দমকলের বাড়িতে আশেপাশের বাড়িগুলিতে তা ছড়িয়ে পড়তে পারেনি৷ তবে কী কারণে বাড়িতে আগুন লাগল তা জানতে তদন্ত করছে দমকল৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Australia, Parrot