Woman Dies While Dancing: এক মুহূর্তেই সব শেষ ! বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতেই হঠাৎ মৃত্যু তরুণীর, ভিডিও ভাইরাল
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Woman Dies While Dancing at a Wedding: মামাতো বোনের বিয়ের সেলিব্রেশন চলছিল। অনুষ্ঠানে নাচতে নাচতে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন ওই তরুণী। এক মুহূর্তের মধ্যেই সব শেষ ! ভয়াবহ সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৷
ইনদওর: জীবনে কখন কী ঘটে যায়, তা আগের থেকে আন্দাজ করা প্রায় অসম্ভব ৷ মধ্যপ্রদেশের ইনদওরে একটি বিয়ের অনুষ্ঠানে সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে ৷ বোনের বিয়েতে নাচতে গিয়ে আচমকাই পড়ে গিয়ে মৃত্যু হল এক তরুণীর ৷ মামাতো বোনের বিয়ের সেলিব্রেশন চলছিল। অনুষ্ঠানে নাচতে নাচতে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন ওই তরুণী। এক মুহূর্তের মধ্যেই সব শেষ ! ভয়াবহ সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৷
ঘটনাটি মধ্যপ্রদেশের বিদিশার। একটি রিসর্টে বিয়ের অনুষ্ঠান বসেছিল বলে জানা গিয়েছে। মৃতের নাম পরিণীতা জৈন ৷ তিনি ইনদওরের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, শনিবার গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। বিয়ে ঘিরেই ছিল বিভিন্ন অনুষ্ঠান ৷ নাচতে গিয়ে হঠাৎ মঞ্চেই লুটিয়ে পড়েন ওই তরুণী। পরিবারের প্রায় সকলেই সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু পরিণীতাকে বাঁচানো সম্ভব হয়নি ৷ মেয়েটির বয়স মাত্র ২৩ বলে জানা গিয়েছে ৷
advertisement
advertisement
क्या पता मौत कभी भी आ सकती है।
स्टेज पर डांस करते करते अचानक गिर पड़ी युवती और फिर हो गई मौत !! pic.twitter.com/RKeamSCGbQ— Khinyaram Bhadoo (@Kram4barmer) February 9, 2025
advertisement
প্রায় সঙ্গে সঙ্গেই তরুণীকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারে হৃদরোগের ইতিহাস রয়েছে। তরুণীর ভাই হৃদরোগে আক্রান্ত হয়েই মাত্র ১২ বছর বয়সে মারা যান।
Location :
Indore,Madhya Pradesh
First Published :
February 10, 2025 9:43 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Woman Dies While Dancing: এক মুহূর্তেই সব শেষ ! বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতেই হঠাৎ মৃত্যু তরুণীর, ভিডিও ভাইরাল