আজকাল এয়ারলাইন্সের বিভিন্ন ঘটনা ইন্টারনেটে ভাইরাল হচ্ছে। মাঝ আকাশে বিমান চলাকালীন এমন অনেক কিছু ঘটেছে যা সোশ্যাল মিডিয়াতে মানুষকে হতবাক করে দিয়েছে এবং খুব ট্রেন্ডিংও হয়েছে। সম্প্রতি ইন্ডিগো এয়ারলাইনের একটি পোস্ট ভীষণভাবে টুইটারে ট্রোলড হয়েছে। গত ২৮ শে জানুয়ারী টুইটারে একটি নতুন পোস্টে ইন্ডিগো এয়ারলাইন দেশীয় ব্রেকফাস্ট 'পোহা' কে 'ফ্রেশ স্যালাড' বলার জন্য ট্রোলড হয়েছে। ইন্টারনেটে এই ঘটনাটি দেশীয় নেটিজেনদের মধ্যে বিশাল আলোড়ন সৃষ্টি করেছে। এর কারণ ভারতীয়রা এই ব্যাপারটিকে ঠিক মেনে নিতে পারেননি। ভারতীয়দের ঘরে ঘরে যে প্রাতঃরাশকে সবার প্রিয় ডিশ বলে মনে করা হয়, তাকে বিদেশী নাম দিয়ে ইন্ডিগো এয়ারলাইন এখন মুশকিলে পড়েছে।
ইন্ডিগো এয়ারলাইন্সের শেয়ার করা পোস্টে তৈরি করা পোহার প্লেটে লেবুর রস টিপে দেওয়ার একটি ছবি দেওয়া হয়েছিল এবং এই সেই ছবির ওপরে 'ফ্রেশ স্যালাড' বলে লেখা হয়েছিল , দেশি স্ন্যাকসের সঙ্গে যা বিন্দুমাত্র মেলে না। পোহা’ ছবির পাশে ক্যাপশনে লেখা ছিল "যে স্যালাডগুলি একই দিনে প্রস্তুত এবং পরিবেশন করা হয়, সেগুলি ট্রাই করুন। আপনি অন্য সব কিছু ফেলে দেবেন।” ভারতীয় টুইটাররা ইন্ডিগো এয়ারলাইন্স এর এই নামকরণকে একেবারেই মেনে নিতে না পারার জন্য পোস্টটি খুব তাড়াতাড়ি ট্রোলড হয়। পোস্টটি এখানে দেখুন-
Salads that are prepared and served on the same day, do try them. You’ll toss everything else away. #AiromaticFresh #goIndiGo https://t.co/9BuLhqnq2f pic.twitter.com/9QANRafwWl
— IndiGo (@IndiGo6E) January 28, 2023
যেখানে বেশ কিছু ইন্টারনেট ব্যবহারকারী ইন্ডিগো এয়ারলাইন্সকে স্যালাড সম্পর্কে তাদের ভুল বর্ণনার জন্য ট্রোলড করেছিল , অনেক ক্ষেত্রে আবার অন্যরা ব্যাপারটাকে হাসি দিয়ে উড়িয়ে দিয়েছেন । কিছু ইউসারদের প্রতিক্রিয়া এখানে দেওয়া হল -
একজন টুইটার ইউসার লিখেছেন "আপনি যদি ভারতীয়দের সঙ্গে কথা বলে থাকেন , তাহলে কোনভাবেই এটি স্যালাড নয়- এটি "পোহা"। আপনারা এতদিন ধরে ফুটন্ত জল মিশিয়ে যে খাবার জন্য প্রস্তুত "উপমা"/ "পোহা" বিক্রি করতেন; সম্ভবত এই সংস্করণটি এখন হয়েছে লেবুর রস দিয়ে সদ্য প্রস্তুত পোহা । এটা স্যালাড নয়। ”আরেকজন মন্তব্য করেছেন, “এবার জেগে উঠুন , এটা স্যালাড নয় :D”কমেন্ট বক্সে অনেকে আবার ব্যঙ্গাত্মক মন্তব্যও পোস্ট করেছেন।একজন লিখেছেন, "ওহ তাহলে এত বছর ধরে আমরা দুর্দান্ত স্বাস্থ্যকর খাবার খাচ্ছি!"। "ইন্দোরের সমস্ত মানুষ তাই খুবই স্বাস্থ্যকর কারণ তারা উপরে ছেটানো ভার্মিসেলি (সেভ) এবং একটি সুন্দর ড্রেসিং (রাসা) দেওয়া পোহার তাজা "স্যালাড " খায়।"অন্য একজন কমিক ইউসার উত্তর দেন, "তাহলে ইন্দোরকে (যা তার পোহার জন্য বিখ্যাত) এখন থেকে 'ভারতের স্যালাড রাজধানী বলা হবে কি ?"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indigo Airlines, Internet, Trolled, Twitter