লন্ডনে গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে নিজের রাজ্যের পতাকা তুলে ধরলেন এক ভারতীয় ছাত্র
- Published by:Brototi Nandy
Last Updated:
আধিশ আর ওয়ালি নামক একজন ভারতীয় ছাত্র লন্ডনে অনুষ্ঠিত গ্রাজুয়েশন সেরিমোনিতে কর্ণাটকের পতাকা তুলে ধরেছিলেন। টুইটারে ভিডিওটি শেয়ার হওয়ার পর ১ লাখেরও বেশি ভিউ অর্জন করেছে। indian student unfurls karnataka flag in london graduation ceremony
লন্ডনের সিটি ইউনিভার্সিটি থেকে স্নাতকপ্রাপ্ত একজন ভারতীয় ছাত্র নিজের রাজ্যকে সবার সামনে তুলে ধরেছেন। আধিশ আর ওয়ালি নামক একজন ভারতীয় ছাত্র লন্ডনে অনুষ্ঠিত গ্রাজুয়েশন সেরিমোনিতে কর্ণাটকের পতাকা তুলে ধরেছিলেন। টুইটারে ভিডিওটি শেয়ার হওয়ার পর ১ লাখেরও বেশি ভিউ অর্জন করেছে। আগে থেকেই তিনি নিজের রাজ্য কর্ণাটককে শ্রদ্ধা জানবার কথা ভেবে রেখেছিলেন তাই অনুষ্ঠানের দিন পতাকাটিও তিনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন।
ভিডিওতে দেখা গেছে যখন গ্রাজুয়েশন অনুষ্ঠানের দিন সবার সামনে তার নাম ঘোষণা করা হয় , তিনি গ্রাজুয়েশনের সার্টিফিকেট নেওয়ার জন্য মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছিলেন এবং তখনি সবার সামনে নিজের রাজ্য কর্ণাটকের পতাকা তুলে ধরেন। আধিশ আর ওয়ালি এই সুন্দর ভিডিওটি টুইটারে শেয়ার করেন। সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন “আমি লন্ডনের সিটি ইউনিভার্সিটি - বেইস বিজনেস স্কুল (ক্যাস) থেকে ম্যানেজমেন্টে এমএস স্নাতক করেছি। যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠানের সময় আমি আমাদের কর্ণাটক রাজ্যের পতাকা উড়িয়েছি ,এটা আমার কাছে খুব গর্বের মুহূর্ত।"
advertisement
তার মুখের হাসি এবং আনন্দ তার মনের অনুভূতি এবং নিজের রাজ্যের প্রতি গর্বকে প্রকৃষ্টভাবে প্রকাশ করছে।
advertisement
ভিডিওটি এখানে দেখুন-
I graduated with MS in Management from City University of London - Bayes Business School (Cass). A moment of pride as I unfurled our Karnataka state flag during the ceremony in London, UK. - ARW #ARW😎 #karnataka #bidar #kannada #kannadiga #london #uk #England @bidarupdates pic.twitter.com/Hofb01W0WX
— Adhish R. Wali (@AdhishWali) January 21, 2023
advertisement
অধিশ ২১ শে জানুয়ারি ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এবং এটি ১ লাখেরও বেশি ভিউ হয়েছে। সোশ্যাল মিডিয়াতে শেয়ার হওয়ার পর বিভিন্ন লোকেরা তার এই কাজের জন্য তাকে বিভিন্নভাবে অভিনন্দন জানিয়েছে ।
একজন ইউসার লিখেছেন ,“কর্নাটক যেভাবেই হোক না কেন ভারতের কন্যা ছিল এবং সবসময় থাকবে। আমাদের রাষ্ট্রীয় গানের প্রথম লাইনটি বলে, 'জয়া ভরত জননিয়া থানু যায়ে, জয়া সে কর্ণাটক মাতে '। ভারতের প্রতি আমাদের আনুগত্য নিয়ে প্রশ্ন তোলার দরকার নেই,”
advertisement
অন্য একজন মন্তব্য করেছেন “আমাদের কন্নড় ভূমির প্রতি আপনার ভালবাসা অনবদ্য। আপনার এই মাইলস্টোনের জন্য অভিনন্দন। আমি আশা করি যারা বাইরে বসতি স্থাপন করেছে তারা সবাই আপনার পদক্ষেপ অনুসরণ করবে। "
ভিডিওটি দেখে আপনিও আপনার মন্তব্য প্রকাশ করুন এবং বিদেশে বসে দেশের প্রতি ভালোবাসার অনুভূতিকে মন থেকে অনুভব করুন।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 23, 2023 7:34 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
লন্ডনে গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে নিজের রাজ্যের পতাকা তুলে ধরলেন এক ভারতীয় ছাত্র