কোন দিকে মুখ করে খেতে বসলে কী ফল? বলা রয়েছে হিন্দু শাস্ত্রে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
হিন্দু শাস্ত্র মতে, আপনার জীবন কতটা মসৃণ হবে, টাকার অভাবে পড়বেন কি না, তা নির্ভর করছে আপনি কোন দিকে মুখ করে খেতে বসেন
#কলকাতা: হিন্দু শাস্ত্র মতে, আপনার জীবন কতটা মসৃণ হবে, টাকার অভাবে পড়বেন কি না, তা নির্ভর করছে আপনি কোন দিকে মুখ করে খেতে বসেন। ভারতের সনাতন ধর্ম বলছে, এক-একদিকে মুখ করে খেতে বসলে এক এক রকমের ফল পাওয়া যায়, হতে পারে ঘোর বিপদ--
মনু সংহিতায় বলা হয়েছে— সংসার জীবনে যিনি আয়ু বৃদ্ধির কামনা করেন, তিনি খাবার খাবেন পূর্ব মুখ হয়ে।
ধন সম্পদ কামনা করলে ভোজন করবেন পশ্চিম মুখ হয়ে।
advertisement
যিনি জীবনে সৎ আদর্শনিষ্ঠ হয়ে থাকার কামনা করেন তিনি খাবার খাবেন উত্তর মুখ হয়ে।
যিনি যশের প্রত্যাশী তিনি খাবার খাবেন দক্ষিণ মুখ হয়ে। কিন্তু মা-বাবা বেঁচে থাকা অবস্থায় দক্ষিণ দিকে মুখ করে ভোজন করতে নেই।
Location :
First Published :
January 15, 2021 7:03 PM IST