হাতে কালো দাগ বা তিল আছে ? জেনে নিন কেমন হবে আপনার ভাগ্য
Last Updated:
কালো দাগ বা তিল চিহ্ন যেখানে থাকে সেখানকার শুভ ফলের হানি করে।
#কলকাতা: করতলের যেখানে কালো দাগ বা তিল চিহ্ন থাকে তা সব সময় অশুভ সুচনা করে।
• আয়ুরেখায় এই চিহ্ন থাকলে তা হঠাৎ কঠিন রোগ বা শোক প্রকাশ করে।
• কালো দাগ বা তিল চিহ্ন যেখানে থাকে সেখানকার শুভ ফলের হানি করে।
advertisement
•শিররেখায় থাকলে শোক ও মানসিক অশান্তি বোঝায়।
• হৃদয়রেখায় থাকলে, তা হৃদয় দৌর্বল্য ও ওই বয়সে হৃদরোগ বোঝায়।রবিরেখায় ওই তিল থাকলে, তা সুনাম হানি বোঝায়। স্বাস্থ্য-রেখায় থাকলে জ্বর বা যকৃত রোগ হয়। সন্তানরেখায় তিল থাকলে বোঝায় সন্তান হানি, বিবাহরেখায় তিল থাকলে পতি-পত্নীর মধ্যে অমিল বা বিবাহে বিলম্ব বোঝায়।
advertisement
• শুক্রের ক্ষেত্রে এই তিল থাকলে, বিপরীত লিঙ্গের দ্বারা প্রতারনা বোঝায়।
• বৃহস্পতির ক্ষেত্রে তিল থাকলে, তা মান-সম্মান ও উন্নতি ব্যাহত করে।
• বুধের ক্ষেত্রে তিল থাকলে তস্করের কবলে পড়ে ৷ প্রতারিত হয় এবং বুদ্ধি বিভ্রম ও ব্যবসায় ক্ষতি হবে।
• রাহুর ক্ষেত্রে তিল থাকলে, আকস্মিক মৃত্যু ও মঙ্গলের ক্ষেত্রে থাকলে মোকদ্দমা ও ভূ-সম্পত্তি সূচনা করে।
advertisement
• চন্দ্রের ক্ষেত্রে তিল থাকলে, তা মানসিক অশান্তি বোঝায়।
Location :
First Published :
September 23, 2018 8:46 AM IST