বিয়ে শেষ... ফুলশয্যার খাটে স্বামীর অপেক্ষা করছিল স্ত্রী! সে এল না... জানা গেল এমন এক সত্যি যেখানে হুঁশ উড়ে গেল
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
আত্মীয় এবং বন্ধুরা যখন তার স্বামীর সম্পর্কে জিজ্ঞাসা করতে থাকে, তখন কাইলির পক্ষে উত্তর দেওয়াও কঠিন হয়ে পড়ে। কয়েক সপ্তাহ ধরে কোনও খোঁজ পাওয়া যায়নি। কিন্তু একদিন এমন এক সত্যি সামনে এল যেই সত্যি তার হুঁশ উড়িয়ে দেয়। কাইলির স্বামী বিয়ের দিন অন্য কারও কাছে চলে গিয়েছিল।
প্রত্যেক মেয়ের জন্য বিয়ের দিনটি সবচেয়ে বিশেষ। প্রত্যেক কনে চায় যে তার বিয়ের দিনটি সুখস্মৃতিতে ভরা থাকুক। কিন্তু অস্ট্রেলিয়ার এক কনের ক্ষেত্রে তার উল্টোটাই ঘটেছে। প্রত্যেক সাধারণ মেয়ের মতো অস্ট্রেলিয়ার কাইলি-রও স্বপ্ন ছিল যে তার বিয়ের দিনটি সবচেয়ে বিশেষ হবে। কিন্তু তার বিয়ের দিনটিই হয়ে উঠল সবচেয়ে ভয়ানক।
কাইলি গত ৬ বছর ধরে একজনের সঙ্গে সম্পর্কে ছিল। সবকিছু খুব ভাল চলছিল। দীর্ঘ সম্পর্কের পর তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। বরযাত্রী আসে, বরও আসে এবং খুশি-খুশি বিয়েও হয়। কাইলি এবং তার স্বামী অনেক সুন্দর ছবি তোলেন। কিন্তু বিয়ের কিছুক্ষণ পরেই হঠাৎ কাইলির স্বামী উধাও হয়ে যায়। ফুলশয্যার রাতে কনে অপেক্ষা করতে থাকে। কাইলি বুঝতেই পারছিল না যে তার সঙ্গে কী হয়েছে। পুরো রাত সে তার ওয়েডিং পোশাকে একা বসে থাকে। ফোন করে, মেসেজ করে। কিন্তু কোনও উত্তর পায় না। স্বামীর অপেক্ষা করতে থাকে, কিন্তু স্বামীর কোনো খোঁজ পায় না। আত্মীয় এবং বন্ধুরা যখন তার স্বামীর সম্পর্কে জিজ্ঞাসা করতে থাকে, তখন কাইলির পক্ষে উত্তর দেওয়াও কঠিন হয়ে পড়ে। কয়েক সপ্তাহ ধরে কোনও খোঁজ পাওয়া যায়নি। কিন্তু একদিন এমন এক সত্যি সামনে এল যেই সত্যি তার হুঁশ উড়িয়ে দেয়। কাইলির স্বামী বিয়ের দিন অন্য কারও কাছে চলে গিয়েছিল।
advertisement
সেই মেয়ে আর কেউ নয়, কাইলির নিজের খুড়তুতো বোন। রেডিও শোতে কথা বলতে গিয়ে কাইলি বলেন, ‘ও আমার জীবনের অংশ ছিল ছয় বছর ধরে, কিন্তু সেই সময়ে সে আমার বোনের সঙ্গেও সম্পর্কে ছিল। আমি এই বিষয়ে কিছুই টের পাইনি। তারা আমার চোখে ধুলো দিয়েছে।’
advertisement
কাইলির জন্য এটি শুধু প্রতারণা ছিল না, এটি একটি ট্রমা ছিল। যদিও এখন তিনি জীবনে অনেকটা এগিয়ে গিয়েছেন, কিন্তু বিয়ের নাম শুনলেও তিনি এখন ভয় পান। যখন রেডিও শোয়ের হোস্ট জিজ্ঞাসা করেন যে তিনি কি আবার বিয়ে করার কথা ভাবছেন? তখন তাঁর উত্তর স্পষ্ট ছিল ‘না।’
view commentsLocation :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 29, 2025 8:45 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বিয়ে শেষ... ফুলশয্যার খাটে স্বামীর অপেক্ষা করছিল স্ত্রী! সে এল না... জানা গেল এমন এক সত্যি যেখানে হুঁশ উড়ে গেল

