রাশিচক্র ১৯ জুন: দেখে নিন কেমন যাবে আজকের দিন!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
#কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। আজ মুখ ফসকে বলে ফেলা কথায় প্রিয়জন আহত হতে পারেন, তাই নিজেকে সামলে রাখুন।
advertisement
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। আজ অন্যের হুকুম মানলে, নিজের চাহিদার সঙ্গে সমঝোতা করলে ভুল হবে, এটা মনে রাখুন।
advertisement
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। আজকের দিনটা আনন্দে কাটানোর, সকলের সঙ্গে দিন ভালো যাবে।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। আজ সিদ্ধান্তে ভুল হবে না, স্বাধীন ভাবে সাফল্যের লক্ষ্যে পদক্ষেপ করুন।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগস্ট ২২। আজ কোনও গুরুত্বপূর্ণ কাজে হাত দেবেন না, কেন না মন পড়ে থাকবে হইচইয়ের দিকে।
advertisement
কন্যা (Virgo): অগস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। আজকের দিন কাটবে সামাজিকতার মধ্যে, সকলের কথা ভেবে চললেই ভালো হবে।
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। আজ যে যা বলছেন, চুপচাপ শুনে যান, তাঁদের কথা মতো কাজ না করলেও হবে।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। আজ শুধু নিজেরটা ভাবলে চলবে না, দলের সবার খেয়াল রাখলে তবেই কার্যসিদ্ধি হবে।
advertisement
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। মনে যা আছে, আজ হুবহু সেটাই মুখে আনার দিন, অন্যথায় সমস্যা বাড়বে।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। আজ দিন আপনার অনুকূলে থাকবে, যতটা পারেন কাজের দিকে মন দিন।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। আজ নিজের আবেগ সামলে চলতেই হবে, নাহলে একটা সুন্দর দিন মাটি হয়ে যাবে।
advertisement
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। কোনও কিছুই আপনাআপনি হয় না, এর জন্য উদ্যোগ নিতে হয়, এটা আজ ভুলবেন না।
Keywords: Horoscopes, Zodiacs, Horoscope Predictions, Daily Horoscope Predictions, Sun Signs, Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius, Pisces, Aries Daily Horoscope, Taurus Daily Horoscope, Gemini Daily Horoscope, Cancer Daily Horoscope, Leo Daily Horoscope, Virgo Daily Horoscope, Libra Daily Horoscope, Scorpio Daily Horoscope, Sagittarius Daily Horoscope, Capricorn Daily Horoscope, Aquarius Daily Horoscope, Pisces Daily Horoscope, Horoscopes 19 June 2021, Horoscopes For 19 June 2021
advertisement
Written By: Anirban Chaudhury
Location :
First Published :
June 19, 2021 9:15 AM IST