Ganesha Chaturthi 2021: অনলাইনে দেখুন গণেশ পুজো ! ব্যবস্থা করেছে এই পুজো কমিটিগুলি!
- Published by:Piya Banerjee
Last Updated:
Ganesha Chaturthi 2021: বাড়ছে সংক্রমণের সংখ্যা। ফলে বাড়ি বসেই প্যান্ডেল হপিংয়ের সুযোগ করে দিয়েছে মুম্বই ও পুণের এই পুজো কমিটিগুলি!
#কলকাতা: রাত পোহালেই গণেশ চতুর্থী (Ganesha Chaturthi 2021)। ঘরে ঘরে অনেকেরই ইতিমধ্যে গণপতি পৌঁছে গিয়েছেন। প্রস্তুতি শুরু হয়েছ গিয়েছে তাঁকে আহ্বানের। আগামীকাল থেকে শুরু হচ্ছে এই উৎসব, চলবে আগামী ১৯ তারিখ পর্যন্ত। চারিদিকে যেন খুশির হাওয়া।
মুম্বই, হায়দরাবাদ-সহ একাধিক রাজ্যে গণেশ চতুর্থী ধুমধাম করে পালিত হয়। অন্যান্য বছর এই উৎসব স্বাভাবিক ছন্দে পালিত হলেও গত বছর থেকে ঘরবন্দী সকলে। ফলে বাড়ি বসেই উৎসবে সামিল হতে হচ্ছে। প্যান্ডেল হপিংয়ের সুযোগ কম। তবে, এসবের জন্য যাঁরা মন খারাপ করছেন, তাঁদের জন্য খুশির খবর- বেশ কয়েকটি প্যান্ডেল এনে দিয়েছে বাড়ি বসে ঠাকুর দেখার সুবিধা।
advertisement
করোনার দুই ঢেউয়ে জেরবার আমরা। বন্ধু, আপনজন বা কাছের মানুষের শোক ভোলাতেই ব্যস্ত এবছর। এর মাঝেই দরজায় করা নাড়ছে উৎসব। শোক হৃদয়ের একদিকে রেখে উৎসবে সামিল হওয়ার সময়। আকাশ বাতাস, পাখির কলরব জানান দিচ্ছে তেমনই। করোনা এখনও যায়নি, উল্টে ফের বাড়ছে সংক্রমণের সংখ্যা। ফলে বাড়ি বসেই প্যান্ডেল হপিংয়ের সুযোগ করে দিয়েছে মুম্বই ও পুণের এই পুজো কমিটিগুলি-
advertisement
advertisement
লালবাগ চা রাজা (Lalbaugcha Raja), মুম্বই
মহারাষ্ট্রের অন্যতম বড় পুজো পুটলিবাই চকের লালবাগচা রাজা বা লালবাগের রাজা। প্রত্যেক বছর এখানে হাজার ভক্তের সমাগম হয়। প্রায় ১০ দিন ধরে চলে উৎসব। দেশ-বিদেশ থেকে দর্শনার্থীরা আসেন এখানে। গত বছর করোনা আবহে এই পুজো বন্ধ রেখেছিল পুজো কমিটি, কিন্তু এবছর ফের স্বমহিমায় ফিরছে লালবাগের রাজা। সমস্ত কোভিড বিধি মেনে হবে পুজো। যাঁরা পুজো দেখতে আসতে পারবেন না তাঁদের জন্য অনলাইনে দর্শনের ব্যবস্থা করেছে পুজো কমিটি। অনলাইন দর্শনের জন্য ভিজিট করতে হবে এই লিঙ্ক- https://www.lalbaugcharaja.com/
advertisement
আন্ধেরিচা রাজা (Andhericha Raja), মুম্বই
বীর দেশাই স্ট্রিট, আন্ধেরি ওয়েস্টে এই পুজো হয়ে থাকে। একে আন্ধেরির রাজা বলা হয়, এই পুজো করে থাকে আজাদ নগর সার্বজনীন উৎসব সমিতি। প্রতি বছর এখানেও একাধিক মানুষের সমাগম হয়। কিন্তু করোনা পরিস্থিতির কথা ভেবে কাটছাঁট হয়েছে সে সবে। অনলাইনে দর্শনেরও ব্যবস্থা করেছে তারা। অনলাইনে দর্শনের জন্য যেতে হবে এই লিঙ্কে- http://www.andhericharaja.com/
advertisement
চিঞ্চপকলিচা চিন্তামণি (Chinchpoklicha Raja), মুম্বই
প্যারেলের এই পুজো ১০০ বছরের পুরনো। এই পুজো কমিটিও করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে একাধিক বিষয়ে পরিবর্তন এনেছে। কাটছাঁট করেছে অনুষ্ঠানেও। কমিটির তরফে জানানো হয়েছে, তাদের অফিসিয়াল Instagram ও Facebook পেজে গণপতি দর্শনের সুযোগ পাওয়া যাবে। সেখানে অনলাইনে দর্শনের লিঙ্ক মিলবে।
খেতওয়াড়িচা রাজা (Khetwadicha Raja), মুম্বই
advertisement
মণি, মুক্তা, সোনার সাজানো এখানকার গণেশ মূর্তি দেখার জন্য প্রতি বছর অপেক্ষা করে থাকেন ভক্তরা। এখানে করোনা বিধি মেনেই পুজো হবে। মণ্ডপে গিয়ে দর্শনের ব্যবস্থা রাখার পাশাপাশি অনলাইনে দর্শনেরও ব্যবস্থা করা হয়েছে, তার জন্য ক্লিক করতে হবে এই লিঙ্কে- http://www.khetwadichaganraj.com/
শ্রী কসবা গণপতি (Shri Kasba Ganpati), পুণে
advertisement
পুণের এই পুজোও খুবই জনপ্রিয়। এখানেও অনলাইনে গণপতি দর্শনের ব্যবস্থা করা হয়েছে। শ্রী কসবা গণপতির অফিসিয়াল ওয়েবসাইটে পুজো দেখা যাবে। এছাড়াও পুজো সম্পর্কিত সমস্ত আপডেট এখানে পাওয়া যাবে। তার জন্য ক্লিক করতে হবে এই লিঙ্কে- http://www.kasbaganpati.org/
গুরুজি তালিম গণপতি (Guruji Talim Ganpati), পুণে
১৮৮৭ সালে পুণের এই পুজো শুরু হয়। পুণের অন্যতম পুরনো পুজো এটি। এই পুজো কমিটিও এবছর অনলাইনে দর্শনের ব্যবস্থা করেছে। কমিটির তরফে জানানো হয়েছে, তারা সমস্ত আপডেট তাদের অফিসিয়াল ফেসবুক পোস্টে দেবে। এবং এখান থেকেই লাইভ হবে, লিঙ্ক হল- https://www.facebook.com/Guruji-Talim-Ganpati-Mandal-Pune-254009284620911/
Location :
First Published :
September 09, 2021 8:07 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Ganesha Chaturthi 2021: অনলাইনে দেখুন গণেশ পুজো ! ব্যবস্থা করেছে এই পুজো কমিটিগুলি!