• Home
 • »
 • News
 • »
 • off-beat
 • »
 • GROOM FALLS ASLEEP ON WEDDING STAGE AS PEOPLE TRY TO WAKE HIM UP WATCH HILARIOUS VIDEO SDG

Viral Video|| কী কাণ্ড! বিয়ের মণ্ডপে কনের পাশে নাক ডেকে ঘুমোচ্ছে বর! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও...

ভাইরাল ভিডিও।

Bride-Groom Super Viral Video: কনের পাশে বসে নাক ডেকে ঘুমোচ্ছে বর! আত্মীয়রা আসছে, উপহার দিচ্ছে, তাতে কোনও হুঁশই নেই। অনেকে তাঁকে নানাভাবে ডেকে তোলারও চেষ্টা করছেন, তাতেও লাভ হয়নি।

 • Share this:

  #ভাইরাল: লেহেঙ্গা-চোলি, গয়না চূড়ায় সেজেছিলেন কনে (Bride)। শেরওয়ানি পাগড়িতে বর (Groom)। বিয়ের মন্ডপে (Wedding Mandap) পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে চলছিল বিয়ের আচার (Wedding Rituals)। আশেপাশে বর এবং কনের বাড়ির শতাধিক আত্মীয় (Relatives) হাসি মজায় মেতে রয়েছেন, চলছে নাচ-গান। এমন সময় 'কাহানি মে টুইস্ট' (unexpected twists and turns)!

  বিয়ে বাড়ি (Indian weddings) মানেই হাসি-মজা-আনন্দের পাশাপাশি নানা নাটকীয় ঘটনার সমাহার। নানা বিয়ে বাড়িতে নানা ধরণের ঘটনা ঘটে। বলা ভাল, বিয়ে বাড়িতে কিছু একটা না ঘটলে তা সেই বিয়েবাড়ি যেন অসম্পূর্ণ থেকে যায়। বর্তমান সমাজে সোশ্যাল মিডিয়ায় (social media) বহুল ব্যবহারে বেশ কিছু ঘটনা সামনে চলে যায়। বেশ কিছু ভিডিও ভাইরাল হয়ে যায়। তেমনই ফের বিয়ে বাড়ির এক  আজব ঘটনা সোশ্যাল মিডিয়ায় (social media) ভাইরাল হয়েছে।

  এ কথা অনস্বীকার্য বিয়ে বাড়িতে বাইরের সকলে হাসি-মজায় মেতে থাকলেও বাড়ির লোকের চিন্তা থাকেই। সব কিছু ঠিকমতো সম্পন্ন হওয়ার আগে ঘুম উড়ে যাওয়ার অবস্থা হয় পরিবারের সদস্যদের। আর বর-কনের ক্ষেত্রে চিন্তাটা অন্যরকম। পরিবারের সম্মান রক্ষার পাশাপাশি নতুন জীবনে প্রবেশ করার একটা চিন্তা থাকে। যার জেরে রীতিমত ঘুম উড়ে যায় বলা হলেও, তা অত্যুক্তি নয়। তবে বর বিয়ে করতে এসে ঘুমিয়ে পড়েছে, এ ঘটনা বিরলের মধ্যেও বিরল।

  যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে কনের পাশে বসে নাক ডেকে ঘুমোচ্ছে বর! আত্মীয়রা আসছে, উপহার দিচ্ছে, তাতে কোনও হুঁশই নেই। অনেকে তাঁকে নানাভাবে ডেকে তোলারও চেষ্টা করছেন, তাতেও কোনও হেলদোল নেই তার। যা দেখে নেটিজেনদের দাবি, সম্ভবত মদ্যপান করে বিয়ে করতে এসেছিলেন বর বাবাজী। তার ফলে এমন গভীরভাবে ঘুমিয়ে পড়েছেন। যদিও আদৌ তিনি মদ্যপান করেছিলেন কিনা, তা স্পষ্টও নয়।  ভিডিওটি ছড়িয়ে পড়তেও একের পর এক মজার কমেন্ট পড়তে শুরু করে। অনেকেই লেখেন, 'এ বার তো উঠে পড়ুন, না হলে অন্য কেউ বিয়ে করে নেবে।' অনেকে লেখেন, 'এ বারে মনে হয় বিয়ের রাতটাই মিস করে যাবেন।'

  Published by:Shubhagata Dey
  First published: