মন্দিরে মিলল বলি দেওয়ার স্থান, যোগ রয়েছে ‘মমির অভিশাপে’র সঙ্গেও! সেখানে গেলেই হবে গা-ছমছমে অনুভূতি

Last Updated:

মিশরে এমন কয়েকশো জায়গা রয়েছে। যেখানে মমির অভিশাপ কোনও না কোনও ভাবে রয়েছে।


অভিশাপ, মৃত‍্যু, সমাধি...! গা ছমছমে অনুভূতি হবে এইসব ঐতিহাসিক স্থানে
অভিশাপ, মৃত‍্যু, সমাধি...! গা ছমছমে অনুভূতি হবে এইসব ঐতিহাসিক স্থানে
অতীতের বিভিন্ন নিদর্শন আমাদের সামনে আনেন প্রত্নতত্ত্ববিদেরা। অতীতের চিহ্ণ খুঁজতে গিয়ে কখনও কখনও চাঞ্চল্যকর তথ্যও উঠে আসে। প্রত্নতত্ত্ববিদেরা এমন একটি মন্দির খুঁজে পেয়েছেন, যেখানে একটা নির্দিষ্ট জায়গায় বলি দেওয়া হত।
যা কিছু কিছু ‘মমির অভিশাপ’কে জাগিয়ে তুলেছিল। হাজার হাজার এমন জায়গার খোঁজ মিলেছে, যার সঙ্গে কোনও কোনও অভিশাপের সম্পর্ক রয়েছে। মিশরে এমন কয়েকশো জায়গা রয়েছে। যেখানে মমির অভিশাপ কোনও না কোনও ভাবে রয়েছে।
শোনা যায়, ১৯২০ সালে তুতেনখামেনের সমাধিস্থল খোঁড়াখুঁড়ি করার পরে একের পর এক মানুষের মৃত্যু হতে শুরু করে। ফলে বিষয়টির কোনও শাপের সঙ্গে যোগ রয়েছে বলে মনে করা হত। একই ভাবে, ১৯৭২ সালে চতুর্থ ক্যাশিমির জ্যাগিলনের সমাধিক্ষেত্রে খননকার্যের সঙ্গেও কোনও অভিশাপের যোগ রয়েছে বলে অনেকের বিশ্বাস। এবার গ্রিসের আর্টেমিস অমেরিন্থোসে এমনই এক অভিশপ্ত জায়গার খোঁজ পেলেন প্রত্নতত্ত্ববিদেরা।
advertisement
advertisement
এই অভিশপ্ত এলাকায় মানুষের মৃত্যুর পিছনে দায়ী এক বিশেষ ধরনের বিষ। মনে করা হয়, যাঁরা এই খননকার্য দেখতে গিয়েছেন কিংবা এর আশপাশের অংশে থেকেছেন, তাঁরাই মৃত্যুর মুখে পড়েছেন। গ্রিসের মন্দিরের বিষয়ে এমনই বিশ্বাস। সপ্তম শতকের এই মন্দিরের খননকার্যের আশপাশে মারণ এবং বিপজ্জনক ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়েছিল বলে মনে করা হয়।
advertisement
আবার টানা ৪ বছরের প্রচেষ্টার পরে ইউবোয়া দ্বীপপুঞ্জে এমন একটি জায়গার সন্ধান মেলে, যার পুরোটাই একটা মন্দিরের ভিতরে অবস্থিত। এখানে গেলেই যেন গা-ছমছমে অনুভূতি হবে। যদিও খননকার্য এখনও চলছে। তবে খননকারীদের আশঙ্কা, এখানেও এক বিশেষ ধরনের বিষ ছড়িয়ে পড়তে পারে।
এই ধরনের বিষ মূলত ইউরোপ, বলকান এবং আফ্রিকার সাইটে বেশি ব্যবহৃত হয়। এই মন্দিরে মেলা কিছু বিষয় থেকে এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে, এখানে এক সময় বলি দেওয়া হত। তবে বিশেষজ্ঞরা এখন এটা খতিয়ে দেখছেন যে, সেখানে পশু না কি অন্য কিছু বলি দেওয়া হত। কারণ সেখানে পাওয়া কিছু সূত্রের থেকে পশু বলির প্রক্রিয়ার ইঙ্গিত মিলেছে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
মন্দিরে মিলল বলি দেওয়ার স্থান, যোগ রয়েছে ‘মমির অভিশাপে’র সঙ্গেও! সেখানে গেলেই হবে গা-ছমছমে অনুভূতি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement