আদতে তিনি ফল ব্যবসায়ী, সারা গায়ে সাড়ে তিন কেজির সোনা পরে ঘোরেন চিতোরগড়ের 'গোল্ডম্যান'! হঠাৎ হুমকি ফোনে পাঁচ কোটি টাকার দাবি গ্যাংস্টারের

Last Updated:

পাঁচ কোটি টাকা চাই না হলে পরিণতি হবে ভয়ানক! আর এই হুমকি পাওয়ার পরেই ভীত সন্ত্রস্ত হয়ে আছেন রাজস্থানের চিতোরগড়ের 'গোল্ডম্যান' কানহাইয়ালাল খটিক। মূলত, রোহিত গোদারা গ্যাংয়ের কাছ থেকে এই হুমকি পেয়েছেন তিনি।

চিতোরগড়ের গোল্ডম্যান
চিতোরগড়ের গোল্ডম্যান
চিতোরগড়: পাঁচ কোটি টাকা চাই না হলে পরিণতি হবে ভয়ানক! আর এই হুমকি পাওয়ার পরেই ভীত সন্ত্রস্ত হয়ে আছেন রাজস্থানের চিতোরগড়ের ‘গোল্ডম্যান’ কানহাইয়ালাল খটিক। মূলত, রোহিত গোদারা গ্যাংয়ের কাছ থেকে এই হুমকি পেয়েছেন তিনি।
পুলিশ সূত্রে খবর, দু’দিন আগে খটিকের কাছে হুমকি ফোন আসে। এরপর তাঁকে হোয়াটস্অ্যাপ কলও করা হয়। তিনি কোনও উত্তর না দিলে তাঁকে অডিও রেকর্ড করে পাঠানো হয়। সেই রেকর্ড তিনি পুলিশের কাছে তুলে দেন। সেখানে তাঁকে হুমকি দিয়ে বলা হয় যদি পাঁচ কোটি টাকা না দেন তবে তিনি সোনা পরার মতন অবস্থায় থাকবেন না। ওই টাকা দ্রুত দিতে হবে বলেও হুমকি দেওয়া হয় বলে জানান খটিক।
advertisement
খটিক আদতে ফল ব্যবসায়ী, কিন্তু তিনি চিতোরগড়ের ‘গোল্ডম্যান’ নামে পরিচিত। তাঁর সারা দেহে সাড়ে তিন কেজির সোনার গয়না সবসময় থাকে।
advertisement
তবে তিনি জানান, এই প্রথম নয়, এর আগেও প্রাণনাশের হুমকি পেয়েছেন। তোলাবাজের হুমকি পেয়েছেন তিনি। কিন্তু, এই প্রথম কোনও গ্যাংস্টারের কাছ থেকে হুমকি ফোন পেলেন তিনি।
তাঁর সোনার প্রতি ভালবাসার প্রসঙ্গে কানহাইয়ালাল জানিয়েছেন, সুরকার, সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ীর তিনি বড় ভক্ত। তাঁকে অনুসরণ করেই সারা গায়ে সোনা পরার শখ তাঁর। এক বন্ধুর থেকে ২০ গ্রামের একটি সোনার চেন ধার নিয়েছিলেন তিনি। সেই থেকেই সোনার গয়নার প্রতি ভালবাসা বাড়তে থাকে তাঁর। সারা গায়ে সাড়ে তিন কেজির সোনা পড়ে রাস্তায় বেরোন তিনি। যার বর্তমানে বাজারমূল্য প্রায় চার কোটি টাকার কাছাকাছি।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
আদতে তিনি ফল ব্যবসায়ী, সারা গায়ে সাড়ে তিন কেজির সোনা পরে ঘোরেন চিতোরগড়ের 'গোল্ডম্যান'! হঠাৎ হুমকি ফোনে পাঁচ কোটি টাকার দাবি গ্যাংস্টারের
Next Article
advertisement
Himachal Pradesh Bus Accident: ৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
  • হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • ৩০০ মিটার খাদে বাস, মৃত অন্তত ৭ জন৷

  • আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

VIEW MORE
advertisement
advertisement