বিয়ের দিন দিদিকে অবাক করে দিল বোনের 'সুপারহিট' পারফরম্যান্স, দেখুন ভাইরাল ভিডিওটি

Last Updated:

দিদির বিয়েতে ছোট বোনের ডান্স পারফরমেন্স বিয়ের মরসুমে সোশ্যাল মিডিয়াকে চমকে দিয়েছে। মেয়েটি বলিউডের সুপারহিট ' রং লাগা দে রে ' গানটিতে তার নিঁখুত নাচের ভঙ্গিমায় মঞ্চকে কাঁপিয়ে দিয়েছেন এবং সঙ্গে বহু প্রশংসা অর্জন করেছেন। dance performance by a girl on her sister marriage

গত কয়েক মাস ধরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিয়ের অনুষ্ঠানের বহু নাচের ভিডিও আমাদের সামনে এসেছে। .৯০ দশকের হিট গান থেকে শুরু করে একবিংশ শতাব্দীর নতুন গানের ভিড়ে বিয়েবাড়ির জাঁকজমকতা ,উল্লাস, খুশি এবং আনন্দ পরিপূর্ণতা লাভ করে। এর আগেও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এমন অনেক ভিডিও পোস্ট হয়েছে যার প্রতি আমাদের আকর্ষণ কোন অংশে কম হয়না। নতুন বর কনের নাচের ভিডিও ব্রাইডসমেডসের সিঙ্ক্রোনাইজড স্টেপ থেকে শুরু করে মা বাবা ,আত্মীয়স্বজন এমনকি পরিবারের সবচেয়ে বয়স্ক সদস্যদের নাচের ভাইরাল ভিডিও বেশ কয়েক বছর ধরে আমাদের মন জয় করে আসছে।
নতুন ভাইরাল হওয়া এই ভিডিওটি মূলত পাকিস্তানের কোন বিয়ের অনুষ্ঠানের। মেয়েটির মোহনীয় নৃত্যের ভিডিওটি তার দিদি নাটালিয়া ইনস্টাগ্রামে পোস্ট করেছেন যিনি একজন পার্ট টাইম মডেল এবং অভিনেত্রী। তিনি ক্যাপশনে তার বোনের অত্যাশ্চর্য অভিনয়ের প্রশংসা করে তিনি লিখেছিলেন, “ইনস্টাগ্রাম আমাকে পুরো জিনিসটি আপলোড করতে দেদে না তবে এটি আমার প্রতিভাবান ছোট্ট বোন এবং আমি তার জন্য খুব গর্বিত। তাই কেবল এই মুহুর্তটি আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছিলাম । " ভিডিওটি এখানে দেখুন-
advertisement
advertisement
advertisement
ভিডিওটিতে নাটালিয়ার ছোট বোনকে সুন্দর একটি লেহেঙ্গা পড়ে পারফরমেন্স দিতে দেখা গেছে। সঞ্জয় লীলা ভনসালির সিনেমা রাম-লীলা থেকে নেওয়া 'রঙ লাগা দে রে ' গানটিতে তার নিখুঁত নৃত্য এবং অভিব্যক্তি সবার মনকে ছুঁয়ে গেছে। তার নৃত্যশৈলী শুধু সেখানে উপস্থিত সমস্ত অতিথিদেরই নয় বরং সোশ্যাল মিডিয়াকেও চমকে দিয়েছে। ভিডিওটি ২.২ মিলিয়ন ভিউ অর্জন করেছে।
advertisement
ভিডিওটি দেখে বহু লোকেরা নিজেদের প্রতিক্রিয়া কমেন্ট বক্সে পোস্ট করেছেন। একজন ব্যক্তি লিখেছেন, "তিনি নাচছেন না, তিনি নাচের মধ্যে বেঁচে আছেন।" অন্য একজন বলেছিলেন, "তিনি এতো সুন্দর নাচেন ,তার নিজের নাচের স্টুডিও থাকা উচিত ।" একজন ইউসার মেয়েটির ডান্সকে "সুপারহিট" বলে অভিহিত করেছেন।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বিয়ের দিন দিদিকে অবাক করে দিল বোনের 'সুপারহিট' পারফরম্যান্স, দেখুন ভাইরাল ভিডিওটি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement