বছরের সবচেয়ে বড় গোলাপি চাঁদ উঠবে আজ, পূর্ণ হবে এই রাশির মনস্কামনা

Last Updated:

সুপারমুন শব্দটির জনক পশ্চিমী জ্যোতিষী রিচার্ড নোল্লে। পৃথিবীর কক্ষে পাক খেতে খেতে চাঁদ একবার কাছে চলে আসে। একবার দূরে চলে যায়। এই কাছে চলে আসাকে বলে 'অনূভ' অবস্থান।

#কলকাতা: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরেই এক বিরল দৃশ্যের সাক্ষী হতে চলেছে দেশ। বছরের সবচেয়ে বড় চাঁদ দেখত পাওয়া যাবে আজ রাতেই। দৃশ্য হিসবে তো এই গোলাপি চাঁদ বিরল তো বটেই, জ্যোতিষ বলছে, সৌভাগ্যও আনবে এই বিরল দৃশ্য। অবসান ঘটবে বহু প্রতীক্ষার। অপূর্ণ ইচ্ছে পূরণ হবে।
জ্যোতিষ শাস্ত্র মতে, যে কোনও পূর্ণিমাতেই চাঁদের প্রভাব কয়েক গুণ বেড়ে যায়। তবে এই প্রভাব শুভ। এই পূর্ণচাঁদের জোয়ারে জীবন থেকে অশুভ শক্তির বিনাশ হয়। কোনও তিক্ত সম্পর্ক জীবনকে বিপন্ন করলে, সমাধান হয় হয় সেই সমস্যারও। এমনকী চাকরিতে পদোন্নমতির সম্ভাবনা তৈরি হয় এই পূর্ণচাঁদের ছোঁয়ায়। আসলে যা কিছু অপূর্ণ, অধরা, তা পাওয়ার যোগ এই সুপারমুনে। আপনার ইচ্ছেশক্তির ওপর নির্ভর করছে আপনি কতটা সৌভাগ্যের অধিকারী হবেন এই পূণ্যতিথিতে।
advertisement
প্রখ্যাত জ্যোতিষাচার্য অর্জুন ভট্টাচার্যের কথায়, "তুলারাশির জাতকদের জন্যে এই পূর্ণিমা বিশেষ শুভ। তুলারাশির জাতকদের মানসিক শান্তি ফিরিয়ে আনবে এই পূর্ণিমা। ব্যক্তিগত সম্পর্কের যাবতীয় সমস্যাগুলিও দূর হবে এই রাশির জাতকদের। অন্য সব রাশির ক্ষেত্রেও এই দিনটি গুরুত্বপূর্ণ। এই দিনে আত্মশক্তি জাগরণ হয়।"
advertisement
সুপারমুন শব্দটির জনক পশ্চিমী জ্যোতিষী রিচার্ড নোল্লে। পৃথিবীর কক্ষে পাক খেতে খেতে চাঁদ একবার কাছে চলে আসে। একবার দূরে চলে যায়। এই কাছে চলে আসাকে বলে 'অনূভ' অবস্থান। এ দিন সেই অবস্থানই তৈরি হবে। চাঁদ ও পৃথিবীর দূরত্ব থাকবে ৩৫৬,০০০ কিলোমিটার,যা গড় দূরত্বের থেকে ২৮,০০০ কিলোমিটার কম। এর ফলে চাঁদকে ১৪ শতাংশ বড় দেখাবে অন্যান্য দিনের চেয়ে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বছরের সবচেয়ে বড় গোলাপি চাঁদ উঠবে আজ, পূর্ণ হবে এই রাশির মনস্কামনা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement