বিদেশি ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটরের প্রথমবার ভারতীয় খাবার ট্রাই করার ভিডিও ভাইরাল
- Published by:Brototi Nandy
Last Updated:
একজন বিদেশী ইনফ্লুয়েন্সার বিশেষ কিছু ভারতীয় খাবার প্রথমবারের মতো ট্রাই করে সেটাকে "লাইফ চেঞ্জিং এক্সপেরিয়েন্স " বলে টুইটারে পোস্ট করেছেন। কিন্তু খাবার টেস্ট করার পর তার মুখের অভিব্যক্তি ভারতীয়দের মনে জায়গা করতে পারেনি। foreign influencer taste indian food for first time
আজকাল ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটরদের কাছে বাইরের কোন নতুন খাবার প্রথমবার টেস্ট করা এবং সেই খাবারের প্রতি তার প্রতিক্রিয়া সোশ্যাল সাইটে পোস্ট করার একটি প্রবণতা তৈরি হয়েছে। ফুড ব্লগাররা এর আগেও এমন অনেক ভিডিও পোস্ট করেছে এবং খাবারের প্রশংসা করে বিভিন্ন নেটিজেনদের মন কেড়ে নিয়েছে।
ভারতীয়দের কিছু সুপ্রসিদ্ধ খাবার বেশ কয়েকবার বিদেশিদের ট্রাই করতে দেখা গেছে। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন বিদেশী ইনফ্লুয়েন্সার প্রথমবারের জন্য বাটার চিকেন ,বিরিয়ানি এবং সমোসার স্বাদ উপভোগ করছে। তিনি সেটাকে "লাইফ চেঞ্জিং এক্সপেরিয়েন্স " বলে টুইটারে পোস্ট করেছেন। কিন্তু খাবার টেস্ট করার পর তার মুখের অভিব্যক্তি ভারতীয়দের মনে জায়গা করতে পারেনি।
advertisement
অনেকেই ভারতীয় খাবার খাওয়ার পর তার মুখের ভঙ্গিমাকে পছন্দ করেননি। টুইটারও ভিডিওটিকে অস্বীকার করে। ওয়াহলিদ মোহাম্মদ নামক একজন টুইটার ব্যবহারকারী এই ভিডিওটি পোস্ট করেন। ভিডিওটি এখানে দেখুন-
advertisement
she ate that shit COLD pic.twitter.com/mUHtI1E3pY
— Wahlid Mohammad (@Wahlid) January 9, 2023
advertisement
ভিডিওতে ওই বিদেশী ইনফ্লুয়েন্সারকে প্রথমে নানের সঙ্গে বাটার চিকেন ট্রাই করেন এবং আশ্চর্য্যের সঙ্গে ঘোষণা করেন "এটি ভীষণ ক্রিমি। "
তারপরে তিনি চলে যান সামোসাতে । সেখানেও তার মুখের অঙ্গভঙ্গি তৃপ্তিপূর্ণ ছিল না। সমোসা খেয়ে তিনি বলেন " এর ভিতরে কি দেওয়া আছে জানিনা , তবে এটা খুবই মশলাদার। "
advertisement
তৃতীয় দৃশ্যে ওই মহিলাকে মটন বিরিয়ানি তুলে নিতে দেখা যায়। মাংস নরম এবং স্বাদযুক্ত হওয়ার জন্য তিনি তার প্রশংসা করেন। বিরিয়ানি টেস্ট করার শেষে তিনি বলেন "মটন বিরিয়ানি স্বাদটা বিদেশী এবং আমার এটা পছন্দ। "
ভারতীয় খাবারের প্রতি তার এই প্রতিক্রিয়া ইতিবাচক হলেও ভিডিওটি শেয়ার হওয়ার পর ওই মহিলাকে বহু সমালোচনার সম্মুখীন হতে হয়। ভিডিওটি টুইটারে পুনরায় শেয়ার হওয়ার পর ২.৫ মিলিয়নেরও বেশি ভিউস অর্জন করেছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 14, 2023 11:15 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বিদেশি ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটরের প্রথমবার ভারতীয় খাবার ট্রাই করার ভিডিও ভাইরাল