#কলকাতা: জ্যোতিষশাস্ত্র মতে, সপ্তাহের সাত দিন নির্দিষ্ট কিছু খাবার খেলে আপনার জীবনে সাফল্য, আর্থিক স্বচ্ছলতা আসে, সমস্ত-রকম বাধা বিপত্তি, অশান্তি কেটে যায়! জীবনে থাকে শুধুই সুখ-শান্তি! যেমন-
সোমবার কোনও শুভ কাজ করার আগে কলা এবং মধু খান! সফল হবেনই!
এমন কোনও কাজ যা অনেক দিন ধরে করতে পারছেন না, অকারণে আটকিয়ে রয়েছে, নানা বাধা বিপত্তি আসছে, সেই কাজ সহজেই করে ফেলতে মঙ্গলবার ডায়েটে রাখুন ধনে পাতা।
বুধবার মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার খাওয়া মাস্ট! ভাল হয় ধদি সকালে ব্রেকফাস্টে খেতে পারেন তবে, অনেকের সকালে মিষ্টি খেলে গা-বমিবমি করে! সেক্ষেত্রে একটু বেলার দিকে মিষ্টি খান! কয়েকটা দিন মেনে চললেই দেখবেন, জীবনে কীরকম আর্থিক স্বচ্ছলতা আসে!
বৃহস্পতিবার কোনও শুভ কাজ করার আগে ভাত, ডাল এবং ঘি খান।
বুধবারের মতো শুক্রবারও দুগ্ধজাত খাবার খাওয়া শুভ। ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ফল ভাল হবে। অফিসেও তারিফ পাবেন!
শনিবার কোনও শুভ কাজ করার আগে ঘি খান।
রবিবার মুগ ডাল এবং বেল খাওয়া শুভ।
আরও পড়ুন-শ্রাবণ মাসে ভুলেও এই কাজগুলো করবেন না, অমঙ্গল নেমে আসতে পারে!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Astrology, Bring you luck, Foods, Lucky food, Spiritual story