জ্যোতিষশাস্ত্র মতে সপ্তাহের কোন দিন কোন খাবার খাওয়া শুভ
Last Updated:
জ্যোতিষশাস্ত্র মতে, সপ্তাহের সাত দিন নির্দিষ্ট কিছু খাবার খেলে আপনার জীবনে সাফল্য, আর্থিক স্বচ্ছলতা আসে, সমস্ত-রকম বাধা বিপত্তি, অশান্তি কেটে যায়!
#কলকাতা: জ্যোতিষশাস্ত্র মতে, সপ্তাহের সাত দিন নির্দিষ্ট কিছু খাবার খেলে আপনার জীবনে সাফল্য, আর্থিক স্বচ্ছলতা আসে, সমস্ত-রকম বাধা বিপত্তি, অশান্তি কেটে যায়! জীবনে থাকে শুধুই সুখ-শান্তি! যেমন-
সোমবার কোনও শুভ কাজ করার আগে কলা এবং মধু খান! সফল হবেনই!
এমন কোনও কাজ যা অনেক দিন ধরে করতে পারছেন না, অকারণে আটকিয়ে রয়েছে, নানা বাধা বিপত্তি আসছে, সেই কাজ সহজেই করে ফেলতে মঙ্গলবার ডায়েটে রাখুন ধনে পাতা।
advertisement
বুধবার মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার খাওয়া মাস্ট! ভাল হয় ধদি সকালে ব্রেকফাস্টে খেতে পারেন তবে, অনেকের সকালে মিষ্টি খেলে গা-বমিবমি করে! সেক্ষেত্রে একটু বেলার দিকে মিষ্টি খান! কয়েকটা দিন মেনে চললেই দেখবেন, জীবনে কীরকম আর্থিক স্বচ্ছলতা আসে!
advertisement
বৃহস্পতিবার কোনও শুভ কাজ করার আগে ভাত, ডাল এবং ঘি খান।
বুধবারের মতো শুক্রবারও দুগ্ধজাত খাবার খাওয়া শুভ। ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ফল ভাল হবে। অফিসেও তারিফ পাবেন!
শনিবার কোনও শুভ কাজ করার আগে ঘি খান।
রবিবার মুগ ডাল এবং বেল খাওয়া শুভ।
Location :
First Published :
July 31, 2018 8:00 AM IST