#কলকাতা: আধুনিক যুগে বিয়ের জন্মকুন্ডলী বিচার করার বিষয়টা প্রায় উঠেই গিয়েছে ৷ অনেকেই গ্রহ-নক্ষত্রের ব্যাপারটি বিশ্বাস করেন না ৷ কিন্তু জোত্যিষ শাস্ত্র বলছে, বিয়ের আগেই কয়েকটি বিষয় বিচার করে তবেই বিয়ে দেওয়া উচিত ৷ তা না হলে বিপদ আসতে পারে নানা দিক থেকে ৷
আরও পড়ুন: হাতে কালো দাগ বা তিল থাকলে কেমন হবে আপনার ভাগ্য ?
বিবাহের আগে পাঁচটি বিষয় বিচার করা আবশ্যক -১) দরিদ্র দোষ২) অকাল মৃত্যু
৩) অকাল বৈধব্য৪) চরিত্র দোষ৫) অনপত্য দোষগ্রহের স্থান অনুযায়ী অকাল বৈধব্য যোগ -১) লগ্ন, চতুর্থে, সপ্তমে, অষ্টমে ও দ্বাদশে মঙ্গল থাকলে অকাল বৈধব্য যোগ প্রবল হয়।২) সপ্তম ও অষ্টমে পাপগ্রহ থাকলে অকাল বৈধব্য যোগ সৃষ্টি হয়।৩) দ্বাদশ পতি ও ষষ্ঠপতির দশা অন্তর্দশা চললে, তা কেটে যাওয়ার পর বিবাহ দিতে হয়। অন্যথায় বৈধব্য যোগের কারণ হয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।