আজ মহাসপ্তমীর মহাপুজো, সূর্য ওঠার আগেই শুরু কলাবউ স্নান

Last Updated:

ষষ্ঠীতে দেবীর বোধনের পর সপ্তমীতে মহাপুজো হয় দুর্গার।

আজ মহাসপ্তমীর মহাপুজো
আজ মহাসপ্তমীর মহাপুজো
#কলকাতা: আজ, রবিবার মহাসপ্তমী। দুর্গাপুজোর উৎসবে এই দিনটি খুবই উল্লেখযোগ্য। ষষ্ঠীতে দেবীর বোধনের পর সপ্তমীতে মহাপুজো হয় দুর্গার। বিভিন্ন বাড়ি ও বারোয়ারি পুজোয় এদিনের পুজোর জন্য বিশেষ আয়োজন করতে হয়। দেবী দুর্গা, মহিষাসুরকে বধ করেছিলেন, এজন্যেই বিশ্বাস করা হয় যে, এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে শুভশক্তির বিজয় হয়।
আশ্বিন মাসে এই পুজো করা হয়। দশদিন ধরে পুজো হলেও প্রকৃত অর্থে পুজোর উৎসব হয় ষষ্ঠী থেকে দশমী। প্রতিটি দিনের নিজস্ব অর্থ এবং তাৎপর্য রয়েছে। জানুন মহাসপ্তমীর গুরুত্ব ও নির্ঘণ্ট। দুর্গাপুজোর দ্বিতীয় দিন: ১৫ আশ্বিন, ইং ২ অক্টোবর, (রবিবার) মহাসপ্তমী। মহাসপ্তমীতে মহাপুজো হয়।
আরও পড়ুন: তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, হবে ঝেঁপে বৃষ্টি! কলকাতা-সহ গোটা রাজ্যের পুজো মাটি হওয়ার আশঙ্কা
সূর্য ওঠার আগেই, একটি কলাগাছ পবিত্র গঙ্গার জলে স্নান করিয়ে, তারপর এটিকে নববধূর (কলা বউ) মতো নতুন শাড়ি পরানো হয়। এদিন নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ ও সপ্তমীবিহিত পুজো প্রশস্তা ও কলাবউ স্নান রীতি রয়েছে।
advertisement
advertisement
মহাসপ্তমী ২০২২-র নির্ঘণ্ট
১৫ আশ্বিন, ইং ২ অক্টোবর, রবিবার- সূঃ উঃ ৫। ৩২, অঃ ৫।২২। পূর্বাহ্ণ ৯। ২৯। সপ্তমী রাত্রি ৬। ২৩ পর্যন্ত। শ্রীশ্রী শারদীয়া দুর্গা পুজো। পূর্বাহ্ণ মধ্যে দ্ব্যাত্মক-চরলগ্নে ও চরণবাংশে। দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন ও সপ্তম্যাদিকল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা প্রশস্তা।  রাত্রি ১১। ৩ গতে ১১। ৫১ মধ্যে দেবীর অর্ধরাত্রবিহিত পূজা।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
আজ মহাসপ্তমীর মহাপুজো, সূর্য ওঠার আগেই শুরু কলাবউ স্নান
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement