পালক মায়ের সঙ্গে পোষা কুকুরের 'ডুয়েট গান',মন ভাল করা এই ভিডিওটি দেখুন
- Published by:Brototi Nandy
Last Updated:
ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে ছোট্ট কুকুরছানা ক্যাসপার তার পালক মা কুইনের সঙ্গে ডুয়েট গান ধরেছে। সংক্ষিপ্ত ক্লিপে R&H's Cinderella এর Impossible/It’s Possible গানটি ভদ্রমহিলা তার কুকুরের সঙ্গে গাইতে চেষ্টা করছিলেন। dog enjoying duet with his pet mother
আজকাল সোশ্যাল মিডিয়াতে আকর্ষণীয় পোষ্যদের ভিডিও আপনার সারাদিনের স্ট্রেস , ক্লান্তি, দুশ্চিন্তাকে নিমেষে দূর করে দেবে। ছোট ছোট কুকুর, বিড়ালের ভিডিও আমাদের সবার মন জয় করে নেয়। বাড়িতে পোষ্য থাকলে তাদের সঙ্গে তার মালিকের সম্পর্ক খুবই ঘনিষ্ট হয়। বাড়ির লোকেরাও তাকে পরিবারের একজন সদস্যের মতোই কাছে টেনে নেয়। মালিকের ভালোবাসা এবং যত্ন তাদের পরিপূর্ণ করে তোলে।
ভাইরাল হওয়া এই ভিডিওটি এমনি একটি উদাহরণ তুলে ধরেছে। ভিডিওটিতে দেখা গেছে ছোট্ট কুকুরছানা ক্যাসপার তার পালক মা কুইনের সঙ্গে ডুয়েট গান ধরেছে। সংক্ষিপ্ত ক্লিপে R&H's Cinderella এর Impossible/It’s Possible গানটি ভদ্রমহিলা তার কুকুরের সঙ্গে গাইতে চেষ্টা করছিলেন। ভদ্রমহিলা যখন কানে ইয়ার ফোন লাগিয়ে এই গানটি ধরেছেন , তখন তার প্রিয় ছোট্ট পোষ্যটি সোফায় পিছন ফিরে বসে তার পালক মায়ের গানের সঙ্গে সুর মেলাতে ব্যস্ত। ভিডিওটি এখানে দেখুন-
advertisement
advertisement
advertisement
ভিডিওটির টেক্সটে লেখা রয়েছে , "ইনি আমাদের এই গানটির আসল লিরিক্স দিয়েছেন "। ক্যাসপারএন্ডপ্যাম ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করার পর এখনও পর্যন্ত ১৯৬ হাজারের বেশি ভিউ এবং ১২ হাজারের বেশি লাইক অর্জন করেছে। ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করার কিছু বাদেই ভাইরাল হয়ে যায়।
ভিডিওটি দেখে নেটিজেনরা তাদের মন্তব্য কমেন্ট বক্সে পোস্ট করেছেন। তার মধ্যে কিছু নিচে দেওয়া হল।
advertisement
নেটিজেনদের প্রতিক্রিয়া-
একজন ইনস্টাগ্রাম ইউসার লিখেছেন, "ক্যাসপার এবং প্যাম, আমার জন্য এখন সময় এসেছে আপনাকে বলার যে আমি আপনার পোস্টগুলি কতটা ভালোবাসি ! আপনার খুশি এবং প্রতিশ্রুতি জন্য আপনাকে ধন্যবাদ। "
অন্য একজন লিখেছেন , “হাহাহা। আমি আপনাকে এবং আপনার কুকুরকে দেখতে ভালোবাসি। আপনার প্রতিক্রিয়া সবসময় খুব মজার।"
অপর একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “পারফেকশন ক্যাসপার! ইঙ্গিতেও একদম সঠিক ”।
advertisement
প্যাম কুইন প্রায়ই তার পোষা কুকুর ক্যাসপারের সঙ্গে ভিডিও শেয়ার করে এবং এদের বেশিরভাগ ভিডিওই খুব ট্রেন্ডিং।
কিছুদিন আগেই অন্য একটি ভিডিওতে তাকে নিজের কুকুরের সঙ্গে একটি ডুয়েট গান গাইতে শোনা যায় ভিডিওটিতে তিনি তিনি ক্যাসপারকে অনুরোধ করছে তাকে একা গান করতে দিতে। তিনি ভিডিওটির ক্যাপশন দিয়েছিলেন , "আমাকে গাইতে দাও!!!"
Location :
Kolkata,West Bengal
First Published :
January 30, 2023 3:13 PM IST