Personality Test: আপনার বুড়ো আঙুলের মাথা সোজা না ব্যাঁকা? তার উপরই নির্ভর করছে আপনার ব্যক্তিত্ব! নিজের স্বভাব নিয়ে জানুন

Last Updated:

Personality Test: কারও বুড়ো আঙুলের মাথাটা হয় সোজা, কারও বা পিছন দিকে বেঁকানো। এরই ভিত্তিতে চলে স্বভাব নিয়ে হরেক বিশ্লেষণ।

আপনার বুড়ো আঙুল সোজা না ব্যাঁকা?
আপনার বুড়ো আঙুল সোজা না ব্যাঁকা?
স্বভাব বোঝার অনেক রকম পদ্ধতি রয়েছে, কখনও তা সমগ্র মুখ দেখে বোঝা হয়, যার পোশাকি নাম ফেস রিডিং। কখনও আবার সমগ্র মুখাবয়ব নয়, মুখের নির্দিষ্ট কোনও অংশ ধরে স্বভাব বিশ্লেষণ করা হয়ে থাকে, ঠোঁট দেখে যেমন করা হয়। তা বলে বুড়ো আঙুল?
সত্যি বলতে কী, বুড়ো আঙুল দেখেও কারও স্বভাব নিয়ে নির্দিষ্ট কিছু তথ্য বুঝে নেওয়া সম্ভব। কারও বুড়ো আঙুলের মাথাটা হয় সোজা, কারও বা পিছন দিকে বেঁকানো। এরই ভিত্তিতে চলে স্বভাব নিয়ে হরেক বিশ্লেষণ।
advertisement
advertisement
কী ভাবে, সেটাই এবার দেখে নেওয়া যাক একে একে।
বুড়ো আঙুল সোজা হলে
কারও যদি সোজা আঙুল থাকে তবে তাঁর ক্ষেত্রে ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলি প্রকাশ করে যে তিনি সম্ভবত বেশ একগুঁয়ে এবং প্রভাবশালী। এই ধরনের মানুষেরা যুক্তিবাদী হয়ে থাকেন সচরাচর, তাঁদের নেতৃত্বদানের সহজাত দক্ষতাও থাকে। যে কোনও বিষয়ে তাঁরা সহজেই কর্তৃত্বের অনুভূতি প্রকাশ করতে পারেন। এঁরা চারপাশের লোকদের স্বভাব বিশ্লেষণ এবং সঠিক পর্যবেক্ষণ করতেও বেশ ভালই পারেন। এঁরা নিজেরাব যদি সুযোগ না দেন, সাধারণত এঁদের সুবিধা নেওয়া অসম্ভব।
advertisement
কখন বিপদ আসছে, সেটাও এঁরা বেশ ভাল বুঝতে পারেন। এই ধরনের মানুষেরা যতই শক্ত মুখে থাকুন না কেন, অন্যদের সামনে যতই কঠোর হন না কেন, প্রকৃতপক্ষে একজন দয়ালু, উষ্ণ-হৃদয়ের ব্যক্তি। এঁদের প্রখর ইচ্ছাশক্তি জীবনযাপনে সুশৃঙ্খল করে তোলে। এঁরা ক্ষমাহীন প্রকৃতির হন, এই কঠোর স্বভাবই আবার অন্যের বিরক্তির কারণ হতে পারে।
advertisement
বুড়ো আঙুল ব্যাঁকা হলে
এই ধরনের আঙুলের গঠন এটাই বোঝায় যে এঁরা সম্ভবত একজন আবেগপ্রবণ এবং অভিব্যক্তিপূর্ণ ব্যক্তি। এঁরা নতুন পরিবেশ এবং পরিস্থিতিতে মানিয়ে নিতে জানেন। এই ধরনের মানুষেরা অন্যদের প্রতি তুলনামূলক ভাবে বেশি সহানুভূতিশীল হন। সেই কারণে এঁরা নিজেকে এমন পরিস্থিতিতেও ফেলেন যা পরে তাঁদেরই অনুভূতিতে আঘাত করে। এঁরা নিজের চেয়েও আবেগ এবং সম্পর্ককে বেশি মূল্য দেন। সাধারণত জীবনে এঁরা অনেক ঠকে, কিছুটা দেরিতে নিজেকে মূল্য দিতে শেখেন।
advertisement
তবে এই ধরনের মানুষেরা বেশ কৌতূহলী হতে পারেন এবং সর্বদাই সমস্যার অনন্য কোনও সমাধান নিয়ে আসতে পারেন। লক্ষ্য অর্জনের জন্য এঁদের নতুন পথে যাওয়ার একটি সহজাত ক্ষমতা রয়েছে। এঁরা সাধারণত শৈল্পিক এবং সৃজনশীল হয়ে থাকেন। কল্পনাপ্রবণ এবং খোলা মনের মানুষ বলেই এঁদের জানেন সবাই। শিল্প, অভিনয়, দুঃসাহসিক খেলা ইত্যাদির ক্ষেত্রে ভাল কেরিয়ার গড়তে পারেন এঁরা। যদিও কখনও কখনও স্বভাবের নমনীয়তা এঁদের সিদ্ধান্তহীন করে তুলতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Personality Test: আপনার বুড়ো আঙুলের মাথা সোজা না ব্যাঁকা? তার উপরই নির্ভর করছে আপনার ব্যক্তিত্ব! নিজের স্বভাব নিয়ে জানুন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement