Birbhum News: ছাদ বলতে শুধুমাত্র এক চিলতে আকাশ! রবি ঠাকুরের আশ্রমের সোনা'দার ইতিকথা! ক'জন চেনেন তাঁকে?

Last Updated:

Birbhum News: দীর্ঘ ৪০ বছর ধরে রবীন্দ্রনাথের পূর্ণভূমি বোলপুর শ্রীনিকেতনের বকুলতলায় দিন কাটাচ্ছেন সনাতন ধারা!

+
সোনাদার

সোনাদার দোকান

বীরভূম,সৌভিক রায়: কারোর কাছে তিনি সোনা দা আবার কারোর কাছে তিনি সোনাকাকু বা দাদু। দীর্ঘ ৪০ বছর ধরে রবীন্দ্রনাথের বোলপুর শ্রীনিকেতনের বকুলতলায় দিন কাটাচ্ছেন সনাতন ধারা। যাকে সবাই সোনাদা নামে চেনেন। সোনাদার রুজিরুটি বলতে ঠেলাগাড়ির মধ্যে মুড়ি ঘুগনির দোকান। মাথার উপর ছাদ বলতে শুধুমাত্র এক চিলতে আকাশ। প্রকৃতির কোলে সোনাদার মুড়ি ঘুগনির দোকান। যে দোকান আজও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ছাত্রছাত্রীসহ প্রাক্তনীদের খাওয়ার একমাত্র দোকান।
যেখানে আপনিও গেলে পাবেন ঝাল মুড়ি, আলুকাটা, ঘুগনি এবং বিভিন্ন মরশুমের মাখা ফল। যেমন পেয়ারা, আমড়া, কামরাঙ্গা ইত্যাদি। রবীন্দ্রনাথের ভাবনায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিদ্যালয় পাঠভবনের পর শিক্ষাছত্র। এই বিদ্যালয়কে ভর করে সোনাদার ঘুগনির দোকান এগিয়ে চলেছে গুটি গুটি পায়ে। দীর্ঘ ৪০ বছর ধরে শয়ে শয়ে ছাত্রছাত্রীরা বিদ্যালয় থেকে পাশ করে বেরিয়ে গেছেন। তবে এখনও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ পর্যটকদের খাবারের অন্যতম ভরসা সোনাদা।
advertisement
advertisement
তবে কে এই সোনা দা এবং তার পরিচয় কী! রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর শ্রীনিকেতন লাগোয়া লোহাগর গ্রামের বাসিন্দা সোনাতন ধারা। বাড়িতে একটি সোনার দোকান ছিল। তবে পরিবারের শেষ সন্তান বলে দাদু শখ করে নাম রেখেছিল সোনাতন ধারা। সোনাদা বীরভূমের ঐতিহ্যের বাউল শিল্পীদের মতন আপন মনে গান গেয়ে যায়।
advertisement
সোনাদা বলছেন এমন ভাবে দিন কেটে গেলে যাকনা মন্দ কোথায়? মৃত্যুর পরে এখানেই থাকবো সমাধি হয়ে। তাই আপনি যদি এবার বোলপুর শান্তিনিকেতন আসেন তাহলে অন্ততপক্ষে একবার ঘুরে আসতে পারেন সোনাদার কাছ থেকে। সোনাদর কণ্ঠে রবীন্দ্র সংগীত থেকে শুরু করে বাউল গান শুনতে শুনতে আপনি সকালের টিফিন সেরে নিতে পারবেন। অথবা আপনি চাইলে বিভিন্ন মরশুমের ফল মাখাও খেতে পারবেন।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Birbhum News: ছাদ বলতে শুধুমাত্র এক চিলতে আকাশ! রবি ঠাকুরের আশ্রমের সোনা'দার ইতিকথা! ক'জন চেনেন তাঁকে?
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement