ধনতেরস ২০২০: সঠিক লগ্নে জন্মরাশি মেনে কেনাকাটা করুন, সংসারে অর্থ আর সমৃদ্ধি উপচে পড়বে

Last Updated:

দেখে নেওয়া যাক কোন রাশির পক্ষে কোন জিনিস কেনা এ বছরে লাভদায়ক হতে পারে

আপনি কি এই ধনতেরসে কিছু কিনবেন বলে ভাবছেন? সোনা, রুপো, গাড়ি, মোবাইল, জমি বা বাড়ি- এই সব কি আপনার কেনাকাটার তালিকায় আছে? প্রশ্নগুলো শুনে এটা ভাববেন না। যে এই সব কেনায় এখন ছাড় আছে আর আমরা সে সব নিয়েই কথা বলব। ধনতেরসে কেনাকাটা করার কোনও অভিপ্রায় থাকলে আপনি একবার টুক করে আপনার রাশিটা জেনে নিন! শুনে একটু নিশ্চয়ই অবাক হলেন? ভাবছেন নিজের ইচ্ছেতে কিছু কিনবেন, তার সঙ্গে আবার রাশির সঙ্গে কী সম্পর্ক?
প্রতি বছর কার্তিক কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে পালিত হয় ধনতেরস। সমুদ্র মন্থনের পৌরাণিক কাহিনিটা মনে আছে? সেই যে ধনরত্নভর্তি কলসি নিয়ে দেবী লক্ষ্মী সমুদ্র থেকে উঠলেন? বিশ্বাস করা হয়, লক্ষ্মী ওই ধনরত্নের থেকে সবাইকে কিছু না কিছু দেন। এমত অবস্থায় যদি আপনি নিজের রাশি মেনে এবং সঠিক লগ্নে ধনতেরসের দিন কিছু কেনাকাটা করেন, তা হলে সংসারে সুখ আর সমৃদ্ধি বজায় থাকবে।
advertisement
ধনতেরসে সব চেয়ে বেশি কেনা হয় সোনা আর রুপোর মুদ্রা ও গয়না। এই সময়ে সোনা কেনা অত্যন্ত শুভ এবং লাভদায়ক বলে মনে করেন আপামর ভারতবাসী। তবে অনেকে সোনার জিনিস ছাড়াও ঘর সাজানোর জিনিস, বৈদ্যুতিন জিনিসপত্রও কিনে থাকেন। নতুন ব্যবসা শুরু করার পক্ষে এবং ব্যবসায় টাকা বিনিয়োগ করার জন্যও এই দিনটি বেশ শুভ। দেখে নেওয়া যাক কোন রাশির পক্ষে কোন জিনিস কেনা এ বছরে লাভদায়ক হতে পারে!
advertisement
advertisement
মেষ রাশি- সোনা ও রুপোর জিনিস, সম্পত্তি।
বৃষ রাশি- রুপো, হিরে, জমি, যানবাহন।
মিথুন রাশি- জমি, সোনা, রুপো, বৈদ্যুতিন জিনিসপত্র।
কর্কট রাশি- সোনা ও রুপোর জিনিস, স্টক মার্কেট শেয়ার। সম্পত্তি কিনতে বিনিয়োগও করতে পারেন।
সিংহ রাশি- স্টক মার্কেটে বিনিয়োগ করতে পারেন। কিনতে পারেন সোনা, তামা, আসবাবপত্র।
কন্যা রাশি - বৈদ্যুতিন জিনিসপত্র, জমি, সোনা ও রুপো।
advertisement
বৃশ্চিক রাশি- সোনা, রুপো, জমি ও যে কোনও রকমের বিনিয়োগ।
ধনু রাশি- বৈদ্যুতিন জিনিসপত্র, সোনা ও জমি।
মকর রাশি- রুপো, জমি ও বৈদ্যুতিন জিনিসপত্র।
কুম্ভ রাশি- সোনা ও রুপো কিনুন, ফিক্সড ডিপোজিট রাখুন।
মীন রাশি- সব রকমের বিনিয়োগ ও জিনিসপত্র।
তবে এই তালিকা দেখেই কেনাকাটা করতে চলে যাবেন না। ১২ নভেম্বর কিছু কিনলে সকাল ১১.৩০টা থেকে দুপুর ১.০৭-এর মধ্যে কিনবেন। আর ১৩ নভেম্বর কিছু কিনলে ভোর ৬টা থেকে সকাল ১০টার মধ্যে কিনবেন। জানি তখন কোনও দোকান খোলে না। এ ক্ষেত্রে দুপুর ১১.০৮ থেকে ১২ .৫১ পর্যন্ত, আবার ৩.৩৮ থেকে বিকেল ৫টা পর্যন্ত কেনাকাটা করা যাবে নিশ্চিন্তে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ধনতেরস ২০২০: সঠিক লগ্নে জন্মরাশি মেনে কেনাকাটা করুন, সংসারে অর্থ আর সমৃদ্ধি উপচে পড়বে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement