#ভাইরাল ভিডিও: সারা দিনের ক্লান্তি শেষে বাড়ি ফিরে যখন রাত-পোশাক (night suit) গায়ে গলিয়ে, বিছানায় গা এলিয়ে দেন, তখন যে স্বর্গীয় অনুভূতি হয়, তার কাছে সব ভাললাগাই যেন ফিকে হয়ে যায়। আর দিনটা যদি আপনার বা আপনার পরিবারের কারও বিয়ের (Wedding) দিন হয়, তাহলে ব্যাপারটা আরও কতটা মধুর হয়ে ওঠে, নিশ্চয়ই অনুমান করতে পারছেন? তেমনই এক ভাললাগার মুহূর্তের কথা নিকট-আত্মীয়ের সঙ্গে শেয়ার করার ভিডিও ভাইরাল (Viral Video) হয়ে সোশ্যাল মিডিয়ায়। লক্ষ লক্ষ কনের বিয়ের দিনের রাতে ঠিক যে অনুভূতি হয়, ঠিক সেই মনের কথা বলে ফেলেছেন তিনি। নতুন কনের মনের কথা দেখতে সোশ্যাল মিডিয়ায় ট্র্যাফিক জ্যাম!
ভিডিওটি পোস্ট করেছেন সোশ্যল মিডিয়া (Social Media) ব্যবহারকারী তথা কনের আত্মীয় হর্ষিতা শেঠি। সেখানে দেখা গিয়েছে, কনে পারুল শেঠি সাত পাকে বাঁধা (Wedding) পড়ার অপেক্ষায় বসে। পাশেই মণ্ডপে চলছে বিয়ের অনুষ্ঠান। সেখানে বর মন্ত্রচ্চারণের মধ্যে দিয়ে কনেকে গ্রহণ করার প্রক্রিয়া সম্পন্ন করছেন।
আরও পড়ুন: পুরোহিতের আবদারে বিয়ের মণ্ডপেই বর-কনের ঠোঁটচাপা ঘনিষ্ঠ চুমু! মুহূর্তে ভাইরাল ভিডিও...
View this post on Instagram
কনে লেহেঙ্গা-গয়না-চূড়ায় একেবারে রেডি। কিছুক্ষণের মধ্যেই বিয়ের মণ্ডপে ডাক আসবে, তার অপেক্ষায়। এমন সময়ে কনের এক আত্মীয় এসে তাঁকে প্রশ্ন করেন, "ঠিক এই মুহূর্তে তোমার কী চাই?" মুহূর্তের মধ্যে সকলকে একপ্রকার চমকে দিয়ে আধো কান্না কান্না গলায় বলেন, 'নাইটস্যুট' অর্থাৎ রাতপোশাক (night suit)।
আরও পড়ুন: কী কাণ্ড! হিন্দি হিট গানের তালে বৌদ্ধ সন্ন্যাসীদের তুমুল নাচ! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও...
কনের এ কথায় আশেপাশে উপস্থিত সকলেই হেসে ওঠেন। এমনকি ভিডিওটির কমেন্ট বক্সও ভরেছে হাসির ইমোজিতে। কনের এমন আচরণ অনেকেই নিজেদের সঙ্গে একেবারে মিলিয়ে ফেলেছেন। এক নেটিজেন ভিডিওর কমেন্ট বস্কে লিখেছেন, 'খুব সত্যি'। অপর একজন আবার লিখেছেন, 'পুরো ওভার অ্যাক্টিং'। তবে যে যাই বলুন ইতিমধ্যেই ৬ লক্ষ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ভিডিওটি দেখেছেন। কমেন্টের বন্যায় ভাসছে হর্ষিতা শেঠির ইনস্টাগ্রাম ওয়াল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viral Video