ট্রেন দেখতে গিয়েছিল ওরা ৪ শিশু, আর ফেরেনি! কোন ভুলে পরিবার হারিয়েছিল সন্তানদের? পুলিশ যা বলল
- Published by:Tias Banerjee
Last Updated:
ডেবরা থানার পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে নিখোঁজ চার শিশুকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেয়। জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন।
দিগ্বিজয় মাহালি, ডেবরা, পশ্চিম মেদিনীপুরঃ ট্রেন দেখতে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া চার শিশুকে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করল ডেবরা থানার পুলিশ। শিশুদের সুস্থভাবে ফিরে পাওয়ায় খুশির হাওয়া পরিবার ও গ্রাম জুড়ে। প্রশংসা জানালেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকারও।
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের জলিমান্দা ৬ নম্বর গ্রাম পঞ্চায়েতের কোতাই পদ্মপুকুর এলাকায়। বৃহস্পতিবার বিকেলে ট্রেন দেখতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে চার শিশু। কিন্তু ভুল করে তারা একটি ট্রেনে উঠে পড়ে। তারপর থেকেই পরিবারের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বর্ষায় ঘরে-বাইরে কিলবিল করছে সাপ? দরজার সামনে ছিটিয়ে দিন এই ‘গুঁড়ো’! সুরক্ষিত থাকবে পরিবার ও সন্তান!
advertisement
advertisement

পরিবারের তরফে তৎক্ষণাৎ খবর দেওয়া হয় ডেবরা থানায়। ডেবরা থানার পুলিশ রেল পুলিশের সহায়তায় দ্রুত তল্লাশি শুরু করে। অবশেষে ২৪ ঘণ্টার মধ্যেই ট্রেনের মধ্য থেকেই শিশুদের উদ্ধার করে ডেবরা থানার পুলিশ।
advertisement
শুক্রবার রাতে বাচ্চাদের থানায় আনা হয় এবং পরিবারের হাতে তুলে দেওয়া হয়। চার শিশুকে সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরে পেয়ে আবেগে ভাসে পরিবারের সদস্যরা। তারা জেলা পুলিশের তৎপরতা ও সহানুভূতির জন্য ধন্যবাদ জানান।
জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার ডেবরা থানার পুলিশকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “দ্রুত পদক্ষেপেই বাচ্চাদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। এটি আমাদের পুলিশের দায়বদ্ধতা ও মানবিক দায়িত্বের প্রতিফলন।”
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 12, 2025 10:01 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ট্রেন দেখতে গিয়েছিল ওরা ৪ শিশু, আর ফেরেনি! কোন ভুলে পরিবার হারিয়েছিল সন্তানদের? পুলিশ যা বলল