Viral Video: মদ খেতে বসার সঙ্গে সঙ্গেই চোখ কপালে! সিল করা বোতলে এটা কী ভাসছে? ভিডিও দেখেই অবাক সকলে
- Published by:Rachana Majumder
- Reported by:Trending Desk
Last Updated:
কোরবা জেলায় মদের মান এবং বিক্রয় নিয়ে ইতিমধ্যেই অনেক অভিযোগ সামনে এসেছে। এর আগে, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে একজন বিক্রেতা নিজেই মদে জল মেশানোর কথা স্বীকার করেছেন।
সাধারণত খোলা যে জিনিস বিক্রি হয়, তার গুণমান নিয়ে প্রশ্ন ওঠে। যেমন, আটা, ময়দা, চিনি, চা ইত্যাদি। কোনও কিছু কোনও বাক্সে বা কৌটোতে সিল করে যদি বিক্রি করা হয়, সাারণত তার বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন ওঠে না। সিল করা কৌটো বা বোতল থেকে খারাপ জিনিস পাওয়া গিয়েছে, সেটা হয় একমাত্র পণ্যের এক্সপায়ারি ডেট পেরিয়ে গেলে। বিশেষ করে মদের ক্ষেত্রে এমনটা কল্পনাও করা যায় না!
অথচ, ছত্তিশগড়ের কোরবা জেলায় মদের মান নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। সরকারি মদের দোকান থেকে কেনা সিল করা বোতলে মৃত পোকা পাওয়ার এক অদ্ভুত ঘটনা সামনে এসেছে। অবাক করার মতো বিষয় হল, ক্রেতা যখন বোতল ফেরত দিতে দোকানে পৌঁছান, তখন বিক্রেতা তা ফেরত নিতে সরাসরি অস্বীকার করেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঘটনাটি কাটঘোড়ার সরকারি মদের দোকানের। ২৭ বছর বয়সী এক যুবক দোকান থেকে সিল করা মদের বোতল কিনেছিলেন। যখন তিনি মদ খেতে বসেন, তখন বোতলের ভেতরে একটি মৃত পোকা দেখতে পান। এটি দেখে যুবকটি সঙ্গে সঙ্গে দোকানে পৌঁছে বিক্রেতাকে তাঁর বোতল ফেরত নিতে বলেন। তবে, বিক্রেতা বোতল ফেরত নিতে স্পষ্টভাবে অস্বীকার করেন, যার কারণে যুবক হতাশ হয়ে ফিরে আসেন।
advertisement
advertisement
এই পুরো বিষয়ে আবগারি কর্মকর্তা আশা সিং-এর বক্তব্যও সামনে এসেছে। তিনি বলেন, আঞ্চলিক কর্মকর্তার সঙ্গে কথা বলার পর জানা গিয়েছে যে, গ্রাহক মদ ফেরত দিতে আবগারি বিভাগে আসেননি। কেউ ফোন করে এই ঘটনা সম্পর্কে বিভাগকে অবহিত করেছিলেন। আশা সিং আরও বলেন যে, গ্রাহকের সংশ্লিষ্ট আবগারি বিভাগে লিখিত অভিযোগ করা উচিত ছিল। তিনি বলেন, বিভাগকে চিঠি দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
জাঞ্জগির-চম্পা জেলার গুদাম থেকে সরবরাহ –
আবগারি কর্মকর্তা আরও জানান যে, বর্তমানে জাঞ্জগির-চম্পা জেলার গুদাম থেকে কোরবা জেলায় মদ সরবরাহ করা হচ্ছে। কারণ কোরবার ১৫টি ব্লকে অবস্থিত গুদামটি এখন বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আবগারি বিভাগ গুদাম ও সরবরাহ বিভাগের কাছ থেকে সম্পূর্ণ তথ্য নেবে।
বিক্রেতা মদের বোতলে জল মেশাতেন –
কোরবা জেলায় মদের মান এবং বিক্রয় নিয়ে ইতিমধ্যেই অনেক অভিযোগ সামনে এসেছে। এর আগে, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে একজন বিক্রেতা নিজেই মদে জল মেশানোর কথা স্বীকার করেছেন। এই সাম্প্রতিক ঘটনাটি আবারও মদের ক্রয়-বিক্রয়ে স্বচ্ছতা এবং মান নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তুলেছে।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 28, 2025 12:01 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: মদ খেতে বসার সঙ্গে সঙ্গেই চোখ কপালে! সিল করা বোতলে এটা কী ভাসছে? ভিডিও দেখেই অবাক সকলে