ক্রিসমাস আইল্যান্ড : অ্যানুয়াল মাইগ্রেশন শুরু হতেই রাস্তায় নেমে পড়ে ঝাঁকে ঝাঁকে কাঁকড়ার দল

Last Updated:

অস্ট্রেলিয়ার ক্রিস্টমাস দ্বীপে শুধু লাল কাঁকড়ার সমুদ্র সারা বিশ্বের নজর কাড়ে। সঙ্গম এবং ডিম পাড়ার উদ্দেশ্যে প্রায় ৬৫ মিলিয়ন লাল কাঁকড়ার দল অ্যানুয়াল মাইগ্রেশন শুরু হতেই রেইনফরেস্ট থেকে ক্রিস্টমাস আইল্যান্ডের দিকে এগিয়ে চলে। Annual migration of crab in christmas island

ক্রিসমাস দ্বীপের লাল কাঁকড়ার স্থানান্তর পৃথিবীর সবচেয়ে অবিশ্বাস্য প্রাকৃতিক প্রক্রিয়াগুলির মধ্যে একটি। প্রতি বছর, লক্ষ লক্ষ বড় কাঁকড়া রেইনফরেস্ট থেকে বেরিয়ে আসে এবং প্রজনন ও ডিম পাড়ার জন্য সাগরের দিকে তাদের রাস্তা তৈরি করে। অপরূপ এই দৃশ্য দেখে মনে লাল সমুদ্র রাস্তার ওপর দিয়ে বয়ে চলেছে। Now This News একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা গেছে কাঁকড়াগুলি হামাগুড়ি দিয়ে এগিয়ে চলেছে এবং রাস্তাগুলো ব্লক করে আছে , তাদেরকে সাবধানে রাস্তা ক্রস করতে দেওয়ার জন্য সুব্যবস্থা রাখা হয়েছে। এখানে দেখে নিন এই ভিডিওটির সেই দুর্দান্ত ক্লিপ।
View this post on Instagram

A post shared by NowThis (@nowthisnews)

advertisement
advertisement
সোশ্যাল মিডিয়া ইউসারদের কথায় এই কাঁকড়াগুলি দেখতে ভীষণই সুন্দর । কিছু ইনস্টাগ্রাম ব্যবহারকারী তাদের "কিউট" বলেছেন।  এমন কিছু ইউসার আছেন যারা এই লাল কাঁকড়াদের মাইগ্রেশন দেখে উত্তেজিত হয়ে পড়েছিলেন । অন্যজন ইউসার লিখেছেন, “নাহ! তারা কেবল নতুন ক্রুস্টি ক্র্যাব অবস্থানগুলি ফ্র্যাঞ্চাইজ করছে।"
জনপ্রিয় কার্ড গেমের উল্লেখ করে অন্য একজন ইউসার মন্তব্য করেছেন "আমি একদিন সেখানে যেতে চাই এবং একজন সম্পূর্ণ অপরিচিত ব্যক্তিকে বলতে চাই, 'আপনার কাছে কাঁকড়া আছে!' এরই মধ্যে একজন ইউসার একটি অস্বাভাবিক প্রশ্ন করেছিলেন তার কমেন্টে "একটি ধরা কি বেআইনি?"
advertisement
যেহেতু আমরা জানি অস্ট্রেলিয়া দক্ষিণ গোলার্ধে রয়েছে।  তাই এখানকার ঋতুগুলো উত্তরগোলার্ধ থেকে আলাদাই হয়। সেই কারণেই কাঁকড়াদের মাইগ্রেশন মোটামুটি অক্টোবর, নভেম্বরের দিকেই হয়। বর্ষা শুরু হলে প্রথম বৃষ্টির ছোঁয়ায় লাল কাঁকড়াদের অ্যানুয়াল মাইগ্রেশন শুরু হয়ে যায়। তবে পার্ক অস্ট্রেলিয়ার মতে কখনও কখনও ডিসেম্বর বা জানুয়ারিরতেও এটা হতে পারে।
বলা হয়ে থাকে পুরুষ কাঁকড়ারা প্রথমে এগিয়ে যায় সাগরের দিকে প্রজনন করার উদ্দেশ্যে। একই সঙ্গে মেয়ে কাঁকড়ারাও এগিয়ে আসে। তবে এই প্রক্রিয়ায় নির্দিষ্ট সময় এবং গতি সব ক্ষেত্রে একরকম নয়।প্রায় ১০০ হাজার মতো ডিম উত্পাদন করে প্রতিটি স্ত্রী কাঁকড়া এবং সেগুলোকে একটি ব্রুড পাউচে রাখে। তবে বহু বছর ধরে এই বাচ্চা কাঁকড়ারা বেঁচে থাকতে পারে না কিংবা খুব কম সংখ্যক এদের মধ্যে বেঁচে থাকে। কিন্তু কিছু বছরের মধ্যেই সমুদ্র থেকে  ডিম্ ফুটে বেরোনো বাচ্চা কাঁকড়া দলে দলে বেরিয়ে আসে।  তাদের সংখ্যা এতো বেশি হয় যে জনসংখ্যা বজায় রাখা কঠিন  হয়ে যায়। ক্রিসমাস আইল্যান্ডের এই অভূতপূর্ব দৃশ্য দেখার জন্য এই সময় সারা বিশ্ব থেকে পর্যটকদের ভিড় জমে এবং এই কারণের জন্যই এই জায়গাটি বিশ্বের জনপ্রিয় পর্যটন স্থানগুলির মধ্যে একটি।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ক্রিসমাস আইল্যান্ড : অ্যানুয়াল মাইগ্রেশন শুরু হতেই রাস্তায় নেমে পড়ে ঝাঁকে ঝাঁকে কাঁকড়ার দল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement