Honeymoon Privet Video: হাতে লাল চূড়া, পরনে স্নান পোশাক! মধুচন্দ্রিমায় দম্পতির চূড়ান্ত রোম্যান্স, ব্যক্তিগত ভিডিও দেখে নেটিজেনরা যা বললেন...লজ্জায় লাল

Last Updated:

Honeymoon Privet Video Viral: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক নবদম্পতির হানিমুনের একটি ব্যক্তিগত ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, স্বামী-স্ত্রী হানিমুনে গিয়েছেন, সেখানে নিজেরা ব্যক্তিগত সময় কাটাচ্ছেন।

News18
News18
দিল্লি: সোশ্যাল মিডিয়ার যুগে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ভিডিও শেয়ার করে, আবার অনেক ভিডিও ভাইরালও হয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক নবদম্পতির হানিমুনের একটি ব্যক্তিগত ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, স্বামী-স্ত্রী হানিমুনে গিয়েছেন, সেখানে নিজেরা ব্যক্তিগত সময় কাটাচ্ছেন। সেই ভিডিওতে নানা ধরনের মন্তব্য করছেন মানুষ।
দিল্লি নিবাসী দম্পতি সোনু এবং কোশিস বিয়ের পরে হানিমুনে মালদ্বীপ যান। সেখান থেকেই তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হানিমুনের একটি ভিডিও শেয়ার করেন। এই ভিডিওতে, সোনু এবং কোশিসকে স্নান পোশাকে দেখা গিয়েছে, গ্যারি সিন্ধুর ‘জানু’ গানটি ব্যাকগ্রাউন্ডে বাজছে এবং দু’জনেই রোমান্টিক মুডে গানটি উপভোগ করছেন।
advertisement
advertisement
advertisement
ভিডিওতে দেখা যাচ্ছে, মেয়েটির হাতে লাল চূড়া। হানিমুনে গিয়ে দু’জনেই খুব খুশি, ফুরফুরে মেজাজে স্বাভাবিকভাবেই। যখন এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, তা নেটিজেনদের আলোচনার বিষয় হয়ে ওঠে।
এই ভিডিওটি শেয়ার করার পর লক্ষ লক্ষ মানুষ এটি দেখেছেন, আবার হাজার হাজার মানুষ ভিডিওটিতে লাইকও করেছেন। ভিডিওটি sonookiseno এবং sonoojaiswalofficial নামে আইডি থেকে শেয়ার করা হয়। ভিডিও দেখে দম্পতির প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। একজন ব্যবহারকারী লিখেছেন, “আমিও এমন একজন স্বামী চাই যিনি আমাকে এভাবে আঁকড়ে থাকবেন।” অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, “এরপর কী হবে?” তৃতীয় ব্যবহারকারী লিখেছেন, “ঈশ্বর আপনাদের উভয়ের মঙ্গল করুন।”
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Honeymoon Privet Video: হাতে লাল চূড়া, পরনে স্নান পোশাক! মধুচন্দ্রিমায় দম্পতির চূড়ান্ত রোম্যান্স, ব্যক্তিগত ভিডিও দেখে নেটিজেনরা যা বললেন...লজ্জায় লাল
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement