Tomatoes price hike: টমেটো ছাড়া টমেটো স্যুপ, মুরগির ঝোল, মূল্যবৃদ্ধিতে মাথায় হাত, চার ব্যক্তি এ কী করলেন! দেখুন ভিডিও

Last Updated:

Tomatoes price hike: টমেটোর দাম বেড়ে যাওয়া নিয়ে মিমের ছড়াছড়ি। সব্জির মূল্যবৃদ্ধিতে বেহাল অবস্থা হলেও খানিক হাসি ফুটছে মানুষের মুখে। কনটেন্ট ক্রিয়েটার কুশাল জনপ্রিয় গান ‘টাম টাম’-এর প্যারোডি বানিয়ে ভাইরাল হয়ে গিয়েছেন ইনস্টাগ্রামে।

টমেটোর মূল্যবৃদ্ধি নিয়ে প্যারোডি গান
টমেটোর মূল্যবৃদ্ধি নিয়ে প্যারোডি গান
রান্নায় স্বাদবৃদ্ধিতে টমেটোর জুড়ি মেলা ভার। আর সেই টমেটো এখন সাধারণের ঘরে প্রবেশই করতে পারছে না। খুচর বাজারে টমেটোর দাম কেজি প্রতি প্রায় ১৬০ থেকে ১৮০ টাকা। আর এমনই পরিস্থিতিতে চার ব্যক্তি সোশ্যাল মিডিয়া তোলপাড় করে দিলেন। টমেটোর দামবৃদ্ধি নিয়ে বেঁধে ফেললেন গান। রাস্তায় নাচ করে বানিয়ে ফেললেন রিল ভিডিও। দেখেছেন আপনি?
টমেটোর দাম বেড়ে যাওয়া নিয়ে মিমের ছড়াছড়ি। সব্জির মূল্যবৃদ্ধিতে বেহাল অবস্থা হলেও খানিক হাসি ফুটছে মানুষের মুখে। কনটেন্ট ক্রিয়েটার কুশাল পাওয়ার দক্ষিণী জনপ্রিয় গান ‘টাম টাম’-এর প্যারোডি বানিয়ে ভাইরাল হয়ে গিয়েছেন ইনস্টাগ্রামে।
advertisement
advertisement
ভিডিওয়ে দেখা যাচ্ছে, দুই প্যাকেট টমেটো কিনতে গিয়ে কান্না চলে এসেছে কুশালের। কোনওমতে টাকা দিয়ে রাস্তায় এসে প্যারোডি গেয়ে গেয়ে নাচ করলেন তিনি। সঙ্গ দিলেন আরও তিন জন ব্যক্তি। গানের কথায় সাধারণ মানুষের দুর্দশার বিবরণ দিলেন কুশাল। হাসির মোড়কে মূল্যবৃদ্ধিকে দুষলেন কনটেন্ট ক্রিয়েটার। গানে গানে কুশাল বললেন, পাও ভাজি হোক বা মুরগির ঝোল, অথবা টমেটোর স্যুপ, যে রান্নাগুলি টমেটো ছাড়া হওয়া মুশকিল, বা অসম্ভব, সেসব এখন থেকে নতুন রেসিপিতে তৈরি হবে। কারণ টমেটো কেনার সাধ্য অধিকাংশেরই নেই।
advertisement

View this post on Instagram

A post shared by Khushaal (@khushaal_pawaar)

advertisement
দেশের একাধিক মেট্রো শহরেই এই অবস্থা। বিভিন্ন সব্জির মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। টমেটোর দাম এখন কেজি প্রতি ৫৮ টাকা থেকে ১৮০ টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছে। সবথেকে বেশি দাম কলকাতায় (১৪৮-১৬০ টাকা), সবথেকে কম মুম্বইতে (৫৮ টাকা)। দিল্লিতে সেই সংখ্যাটি ১১০ টাকা, চেন্নাইতে ১১৭ টাকা।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Tomatoes price hike: টমেটো ছাড়া টমেটো স্যুপ, মুরগির ঝোল, মূল্যবৃদ্ধিতে মাথায় হাত, চার ব্যক্তি এ কী করলেন! দেখুন ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement