East Medinipur News: ছোটবেলায় রঙ-তুলি নিয়ে খেলতে খেলতে আজ প্রফেশনাল আর্টিস্ট! মাসে রোজগার ২০ হাজার টাকা

Last Updated:

East Medinipur News: ছোটবেলার শখেই বদলে গেল জীবন! এখন সে প্রফেশনাল আর্টিস্ট, মাস গেলেই ২০ গেলেই হাজার টাকা আয়।

+
চিত্র

চিত্র শিল্পী জগন্নাথ খাটুয়া 

কাঁথি, মদন মাইতি: ইচ্ছে থাকলেই যে কোনও কাজই অসম্ভব নয়—এই প্রবাদকেই সত্যি করে দেখিয়ে দিল কাঁথির এক তরুণ। ছোট থেকেই রং-তুলির জগতে নিজের নাম করার স্বপ্ন দেখত সে। বাবা পেশায় রাজমিস্ত্রি, সামান্য রোজগারেই সংসার চলে। তাই বড় কোনও আর্ট স্কুলে পড়ানোর সামর্থ্য ছিল না পরিবারের। তবুও ছেলের স্বপ্ন প্রফেশনাল আর্টিস্ট। বাড়ির পাশের এক দাদার কাছ থেকেই প্রথম ছবি আঁকা শেখা।
ছোট ছোট আঁকিবুঁকির মধ্যেই ফুটে উঠতে থাকে তার ইচ্ছের জোর। তারপর বাবার ভাঙাচোরা স্মার্টফোনটাই হয়ে উঠল তার সবচেয়ে বড় শিক্ষক। ইউটিউব দেখে দেখে নিজেকে গড়ে তুলতে থাকে ধীরে ধীরে। আজ সে প্রফেশনাল আর্টিস্ট। ‌ মাসে ইনকাম করছে ১৫ থেকে ২০ হাজার টাকা।
advertisement
advertisement
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ ব্লকের ১ নম্বর দেবেন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকার বহলিয়া গ্রামের জগন্নাথ খাটুয়া(২৩)। ছোটবেলার সেই ছবি আঁকার শখই তাকে আজ এনে দিয়েছে পরিচয়ের আলো। তার রং-তুলির ছোঁয়ায় সাধারণ দেওয়ালও যেন জীবন্ত হয়ে ওঠে। এলাকাজুড়ে এখন তিনি প্রফেশনাল আর্টিস্ট হিসেবে পরিচিত। স্থানীয়দের কথায়, তার হাতে নাকি জাদু আছে—তুলির টানে ফুটে ওঠে চোখ ধাঁধান সব চিত্র।
advertisement
উচ্চ মাধ্যমিক পাশ করে তার ইচ্ছা ছিল কলকাতার কোনও নামী আর্ট কলেজে ভর্তি হওয়ার। কিন্তু পারিবারিক আর্থিক পরিস্থিতি সেই স্বপ্ন পূরণ করতে দেয়নি। তবে হার মানার পাত্র নয় সে। তাই এগরা কলেজে ভর্তি হলেন থিয়েটার বিভাগে।‌ কারণ সে আগে থেকেই জানত এই কলেজের থিয়েটার বিভাগে নাটক চর্চার পাশাপাশি রং তুলি নিয়ে কাজ করার সুযোগ পাওয়া যায়। আর ঠিক তাই হলও। কলেজ জীবনে অধ্যাপকদের নজরে আসে তার প্রতিভা। দেওয়াল অঙ্কনের সুযোগ আসে। কলেজের বিভিন্ন দেওয়াল তার রঙে রঙিন হয়ে উঠতে থাকে। তারপর শুরু হয় বাইরে কাজ আসা—কোথাও বাড়ির দেওয়াল ডিজাইন, কোথাও রাজনৈতিক দলের দেওয়াল লেখনী—একটার পর একটা কাজ আসতে থাকে তার কাছে।
advertisement
আজ মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা উপার্জন করছে নিজের প্রতিভার জোরে। সংসারের আর্থিক অভাব অনেকটা কমাতে সক্ষম হয়েছে। আর সবথেকে বড় কথা—নিজের ইচ্ছে ও পরিশ্রমেই এই সাফল্য অর্জন করেছে জগন্নাথ। কোনও বাধাই তাকে থামাতে পারেনি। তারে এই সাফল্য প্রমাণ করে—ইচ্ছে থাকলে, সাফল্য আসবেই।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
East Medinipur News: ছোটবেলায় রঙ-তুলি নিয়ে খেলতে খেলতে আজ প্রফেশনাল আর্টিস্ট! মাসে রোজগার ২০ হাজার টাকা
Next Article
advertisement
Cyclone Senyar Update: উত্তর-পশ্চিমে ক্রমশ এগোচ্ছে নিম্নচাপ, বুধবারের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে! বাংলায় এর কী প্রভাব পড়তে পারে, জেনে নিন
উত্তর-পশ্চিমে ক্রমশ এগোচ্ছে নিম্নচাপ, বুধবারের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে !
  • ক্রমশ উত্তর-পশ্চিমে এগোচ্ছে নিম্নচাপ !

  • বুধবারের মধ্যে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়?

  • জেনে নিন বঙ্গে এর কী প্রভাব পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement