শৌচাগারেই হয় রান্নাবান্না, হাত-পা ছড়িয়ে যায় না ঘুমোনো; অথচ দেশলাই বাক্সের মতো ছোট্ট বাড়ির ভাড়া শুনলে চোখ উঠবে কপালে!

Last Updated:

ভাইরাল এই ভিডিওটি হংকংয়ের। আসলে সেখানে জায়গার এতটাই অভাব যে, মানুষ সেখানে বাড়ির পরিবর্তে কাঠের কফিন কিউবিকলে বসবাস করছেন।

শৌচাগারেই হয় রান্নাবান্না, হাত-পা ছড়িয়ে যায় না ঘুমোনো; অথচ দেশলাই বাক্সের মতো ছোট্ট বাড়ির ভাড়া শুনলে চোখ উঠবে কপালে! (Credit- Benny Lam)
শৌচাগারেই হয় রান্নাবান্না, হাত-পা ছড়িয়ে যায় না ঘুমোনো; অথচ দেশলাই বাক্সের মতো ছোট্ট বাড়ির ভাড়া শুনলে চোখ উঠবে কপালে! (Credit- Benny Lam)
হংকং: পৃথিবীর জনসংখ্যা ক্রমে বেড়েই চলেছে। ফলে বসবাসের জমিও কম পড়ছে। আর সেই সব শহরের অবস্থা তো তথৈবচ, যেখানে উন্নতি এবং জীবন-জীবিকার সংস্থান বেশি। এখানে বসবাসের জন্য মানুষ এমন ভাবে জীবনযাপন করছেন, যা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। এহেন এক ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।
ভাইরাল এই ভিডিওটি হংকংয়ের। আসলে সেখানে জায়গার এতটাই অভাব যে, মানুষ সেখানে বাড়ির পরিবর্তে কাঠের কফিন কিউবিকলে বসবাস করছেন। কিন্তু কেমন সেই জায়গা? মাত্র ১৫ বর্গ ফুট কাঠের এই বাক্সকে কফিন কিউবিকল বলে ডাকা হয়। কারণ এর আকার অনেকটা কফিনের মতো। কানাডার ফটোগ্রাফার বেনি ল্যাম এই বাড়িগুলির ছবি তুলেছিলেন এবং তা নিজের তথ্যচিত্রে ব্যবহার করেছিলেন। যার নাম ‘ট্র্যাপড’।
advertisement
advertisement

View this post on Instagram

A post shared by Drew Binsky (@drewbinsky)

advertisement
ভাইরাল হওয়া ভিডিও-য় দেখা গিয়েছে যে, সেখানে ঘর ভাড়া আকাশছোঁয়া। আর এছাড়া কোনও বিকল্পও নেই। ফলে যাঁদের রোজগার কম, তাঁরা বাক্সের মতো ঘরে থাকতেই বাধ্য হচ্ছেন। বাক্সের মতো বাড়িতে ছোট্ট একফালি রান্নাঘরের মধ্যে রয়েছে শৌচকর্ম করার ব্যবস্থা। আলাদা করে শৌচাগার নেই। কাঠ এবং তার জড়িয়ে এই বাক্স-বাড়ি বানানো হয়েছে। বাইরে থেকে তো ঘিঞ্জি বটেই, ভিতরটাও ঠিক সেই রকম। এক পা-ও চলা যাবে না। এমনকী শান্তিতে ঘুমোনো পর্যন্ত যাবে না। যাঁদের উচ্চতা বেশি, তাঁদের পা ভাঁজ করে ঘুমোতে হয়। আর মজার বিষয় হল, ভারতীয় মুদ্রায় ওই এক চিলতে বাক্স-বাড়ির ভাড়া ২০০০০ টাকা।
advertisement
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে এই ভিডিও শেয়ার করা হয়েছে drewbinsky নামে একটি অ্যাকাউন্ট থেকে। কয়েক ঘণ্টার মধ্যেই লক্ষ লক্ষ ভিউ পার করেছে এই ভিডিওটি। যেখানে বলা হয়েছে, এমন ধরনের বাড়ি অর্থাৎ কফিন বাড়িতে বসবাস করেন প্রায় ২ লক্ষ মানুষ। আবার এক-একটি অ্যাপার্টমেন্টে থাকে ২০টি করে কফিন বাড়ি। যেখানে গোটা পরিবার নিয়ে বসবাস করেন মানুষ।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
শৌচাগারেই হয় রান্নাবান্না, হাত-পা ছড়িয়ে যায় না ঘুমোনো; অথচ দেশলাই বাক্সের মতো ছোট্ট বাড়ির ভাড়া শুনলে চোখ উঠবে কপালে!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement